
মেয়ের ফাঁসি , দ্বিতীয় বিয়ে করায় বাবাকে হত্যা
৬০ বছর বসয়ী হাফেজ আবুল বাশারের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে তাকে গলা কেটে হত্যার অভিযোগে মেয়ে নিলুফা আক্তারের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে বাশারের স্ত্রী সাহিদা পারভীন (৫৮) ও বড় মেয়ে হাফিজা বেগমকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুর দেড়টার দিকে ফরিদপুর জজকোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর আবুল বাশার তার প্রথম স্ত্রীর সাহিদার আলীপুরের বাসায় যান। সেখানে সাহিদা এবং দুই মেয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে হত্যা করেন। পরে এ ঘটনায় আবুল বাশারের ভাই লোকমান ফকির ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Like
Like
Love
Haha
Wow
Sad
Angry