fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শনিবার, ১১ই জুলাই, ২০২০; ২৭শে আষাঢ়, ১৪২৭; ১৯শে জিলক্বদ, ১৪৪১
হোম আন্তর্জাতিক মুর্তাজা কুরেইরিসকে ফাঁসি দিতে যাচ্ছে সৌদি সরকার
মুর্তাজা কুরেইরিসকে ফাঁসি দিতে যাচ্ছে সৌদি সরকার

মুর্তাজা কুরেইরিসকে ফাঁসি দিতে যাচ্ছে সৌদি সরকার

0

মুর্তাজা কুরেইরিস নামের এক তরুণকে ফাঁসি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সৌদি সরকার । রাষ্ট্রদ্রোহের অপরাধে এই তরুণকে মৃতদণ্ড দিতে যাচ্ছে দেশটি।
এই তরুণের ফাঁসি কার্যকর হলে সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে কম বয়সী কারও মৃতুদণ্ড দেওয়া হবে।

২০১১ সালে আরব বসন্তে উত্তাল ছিল মধ্যপ্রাচ্য ও আরবের কয়েকটি দেশ। আরব বসন্তের হাওয়া লাগে সৌদিতেও। সৌদি রাজতন্ত্রের নির্যাতনের বিরুদ্ধে এবং গণতন্ত্রের দাবিতে ওই সময় দেশটিতে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে যোগ দিয়েছিলেন মুর্তাজা কুরেইরিসও। সে সময় তার বয়স ছিল মাত্র ১০ বছর।

সে সময় বিক্ষোভের অংশ হিসেবে প্রায় ৩০ জন বন্ধু নিয়ে সাইকেল র‌্যালি করেছিলেন মুর্তাজা। এই অল্পবয়সী বালকদের জড়ো হওয়ার বিষয়টি সেসময় পর্যবেক্ষণ করে সৌদি সরকার। ওই বিক্ষোভে অংশ নেয়ার কারণে তিন বছর পর মুর্তাজাকে ১৩ বছর বয়সে গ্রেফতার করা হয়। পরিবারের সঙ্গে প্রতিবেশী দেশ বাহরাইনে চলে যাওয়ার সময় সীমান্তে তাকে গ্রেফতার করা হয়। সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ‘রাজনৈতিক বন্দী’ হিসেবে মুর্তাজাকে নিয়ে যাওয়া হয় কারাগারে।

পাঁচ বছর ধরে কারাগারে বন্দী আছেন মুর্তাজা। এতো দিন মুর্তাজার বিরুদ্ধে বিচার চলে সৌদি আদালতে। মুর্তাজাকে ফাঁসি দিতে আদালতের কাছে আবেদন জানানো হয়েছে।

মুর্তাজা কুরেইরিসের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, মুর্তাজার ভাই আলী কুরেইরিস পূর্বাঞ্চলীয় শহর আওয়ামিয়াতে গিয়ে থানায় পেট্রোল বোমা নিক্ষেপ করেন, সেসময় তার সঙ্গে ছিল মুর্তাজাও। মুর্তাজার ভাইকে সে সময় হত্যা করে সৌদি বাহিনী।

১০ বছর বয়সে বিক্ষোভে অংশ নেওয়া মুর্তাজা কুরেইরিসের এখন ১৮ বছর বয়স। মুর্তাজা কুরেইরিস তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সৌদি সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে, ১০ বছর বয়সে করা অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া অন্যায়। মতবিরোধের জন্য সৌদি আরব কর্তৃপক্ষ তাদের নাগরিকদের বিরুদ্ধে যে কোনো কঠোর শাস্তি দিতে প্রস্তুত।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।