fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বুধবার, ৮ই জুলাই, ২০২০; ২৪শে আষাঢ়, ১৪২৭; ১৬ই জিলক্বদ, ১৪৪১
হোম আন্তর্জাতিক মালিতে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত ১০০
মালিতে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত  ১০০

মালিতে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত ১০০

0

সেন্ট্রাল মালির একটি গ্রামে যেখানে ডোগন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে সেখানে এক হামলায় প্রায় ১০০ জন নিহত হয়েছে বলে বিবিসি বলছে।

হামলার পর সেখানে এখনো পর্যন্ত মাত্র ৫০ জন মানুষ রক্ষা পেয়েছেন বলে জানা যায়। এখনো নিখোঁজ রয়েছেন ১৯ জন মানুষ। সহিংসতা ঠেকাতে এরই মধ্যে ঐ অঞ্চলে জাতিসঙ্ঘ শান্তিরক্ষী বাহিনী বিমান সহায়তা পাঠিয়েছে।

জানা যায়, মোবতি এলাকায় সানগা শহরের কাছে সোবামে দা গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে। ঐ গ্রামটিতে মাত্র ৩০০ জনের মতো বাসিন্দা ছিল।

কর্তৃপক্ষ বলছে, ঘটনাস্থলে ৯৫ জনের লাশ পাওয়া গেছে। যাদের অনেকের শরীর ছিল পোড়া। এখনো লাশ খোঁজার কাজ চলছে।

মালিতে সম্প্রতি আরও বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। যার কিছু হয়েছে গোষ্ঠীগত বিরোধের কারণে, আর কিছু ছিল উগ্রবাদী গ্রুপের হামলা।

ডোগন শিকারি এবং সেমি নোমাডিক ফুলানি হার্ডার মধ্যে সংঘর্ষ সেখানে নিত্যদিনের ঘটনা।

এদিকে এ ঘটনার প্রেক্ষিতে মালির সরকার বলছে, সন্দেহভাজন সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে এবং এখনো ১৯ জন নিখোঁজ আছে।

আমাদো টোগো নামের এক ব্যক্তি যিনি প্রাণে বেঁচে গেছেন তিনি সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ‘৫০ জনের মতো ভারী অস্ত্রসজ্জিত ব্যক্তি মোটরবাইক এবং পিকআপে করে আসে। তারা প্রথমে পুরো গ্রামটি ঘিরে ফেলে পরে হামলা করে। এবং যে পালানোর চেষ্টা করে তাকেই তারা হত্যা করে।’

এদিকে এখনো পর্যন্ত কোনো সন্ত্রাসী গ্রুপ এই হামলার দায় স্বীকার করেনি।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।