fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২০; ১৬ই ফাল্গুন, ১৪২৬; ৩রা রজব, ১৪৪১
হোম সংবাদ ২৪ ঘন্টা ভোররাতে সড়কে ঝরলো ৪ প্রাণ
ভোররাতে সড়কে ঝরলো ৪ প্রাণ

ভোররাতে সড়কে ঝরলো ৪ প্রাণ

14
0

ময়মনসিংহ ও নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৪ জন। ময়মনসিংহ সদর উপজেলায় মাইক্রোবাস দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার আলালপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল সাহা।

নিহতরা হলেন আবদুল হামিদ মেম্বার, তাঁর স্ত্রী সাহেরা বেগম ও তাঁদের ছেলে সফিকুল ইসলাম। তাঁদের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বলে জানা গেছে।

এসআই উজ্জ্বল সাহা আরো বলেন, হতাহতরা মাইক্রোবাসে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ছয়জন আহত হন। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত অবস্থায় আবদুল হামিদের ছেলে নুরুদ্দিন আহমদ, মেয়ে ফাতেমা বেগম ও মাইক্রোবাসের চালক কউসার আহমদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, নরসিংদীর শিবপুর উপজেলায় বাস খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১২ জন।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কারারচর এলাকার সুলতানা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত ব্যক্তির নাম স্বপন মিয়া (৪৫)। তিনি ওই বাসের যাত্রী ছিলেন।

ওসি আরো জানান, বেপরোয়া গতি ও ঘুমচোখে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

(14)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।