fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শুক্রবার, ৫ই জুন, ২০২০; ২২শে জ্যৈষ্ঠ, ১৪২৭; ১২ই শাওয়াল, ১৪৪১
হোম বিনোদন ভোদাই নায়ক বলতো আমাকে: ঈদের অনুষ্ঠানে বললেন ইলিয়াস কাঞ্চন
ভোদাই নায়ক বলতো আমাকে: ঈদের অনুষ্ঠানে বললেন ইলিয়াস কাঞ্চন

ভোদাই নায়ক বলতো আমাকে: ঈদের অনুষ্ঠানে বললেন ইলিয়াস কাঞ্চন

0

প্রখ্যাত চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘এক সময় মানুষ আমাকে ভোদাই নায়ক হিসেবে চিনতো । এটা আমরা চলচ্চিত্র জীবনের প্রথম দিককার কথা। পরবর্তিতে অভিনয় দক্ষতা দিয়েই আমাকে এই অপবাদ ঘুচাতে হয়েছে।’

বাংলাদেশের প্রথম ভিডিও পোর্টাল চেঞ্জ টিভি.প্রেস এর ঈদের অনুষ্ঠান ‘কথার রঙিন ডানা’তে এসে নিজের জীবনের নানা দিক তুলে ধরতে গিয়ে এ মন্তব্য করেছেন প্রখ্যাত চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন । ঈদের আগের দিন থেকে ৩ পর্বে প্রচারিত হবে অনুষ্ঠানটি।

ইলিয়াস কাঞ্চন আরো বলেন, ‘সাধারণ মানুষ মনে করেন নায়ক মানেই উড়নচণ্ডি, মেয়ে মানুষ নিয়ে রঙ্গতামাশা করার সুযোগ পাওয়া। তাই যখন মসজিদে নামাজ পড়তে যাই, তখন অনেকে আড় চোখে তাকায় । হয়ত ভাবে, সিনেমার নায়ক আবার নামাজও পড়ে!’

অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন চেঞ্জ টিভি.প্রেস এর ইউটিউব চ্যানেলে।
চ্যানেল লিংক:
youtube.com/changetvpress

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।