fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শুক্রবার, ৫ই জুন, ২০২০; ২২শে জ্যৈষ্ঠ, ১৪২৭; ১১ই শাওয়াল, ১৪৪১
হোম রাজনীতি ‘ভিপি নুরকে এমপি হিসেবে দেখতে চাই’
‘ভিপি নুরকে এমপি হিসেবে দেখতে চাই’

‘ভিপি নুরকে এমপি হিসেবে দেখতে চাই’

0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভিপি নুরুল হক নুর ঈদ উপলক্ষে এখন অবস্থান করছেন তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপার চরবিশ্বাসে । রোববার তাকে বিপুল সংবর্ধনা দিয়েছে নিজ এলাকার হাজারো মানুষ।

স্থানীয় লোকজন ভিপি নুরকে একজন জাতীয় নেতাই মনে করে। চরবিশ্বাস বাজারের ৭০ বছর বয়সী নজির আলী চেঞ্জ টিভি.প্রেসকে বলেন, মোগে দ্যাশের পোলা নুর, ওরে আমরা এমপি হিসাবে দেখবার চাই।

কথা হয় রেজওয়ান হক নামের একজন কলেজ ছাত্রের সঙ্গে। তিনি বলেন, ভিপি নুর ভাই যা করে দেখিয়েছেন, তা বিএনপি-আওয়ামী লীগও পারেনি, তিনি শুধু আমাদের এলাকার লোক নন, তিনি আমাদের মতো তরুণদের অনুপ্রেরণা।

ভিপি নুরের এই উত্থানকে ইতিবাচক হিসেবেই দেখছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা। গলাচিপা’র এক আওয়ামী লীগ নেতা বলেন, সততা ধরে রাখলে একদিন গলাচিপার সংসদ সদস্য হবে ভিপি নুর।

সরেজমিনে চরবিশ্বাস ঘুরে দেখা যায়, বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়ালে ভিপি নুরকে নিয়ে নানা শ্লোগান শোভা পাচ্ছে। সেখানে লেখা আছে, ছাত্রবন্ধু নুর ভাই, এগিয়ে চলো ভয় নাই অথবা চরবিশ্বাসের ভিপি নুর,অন্ধকার করবে দূর

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।