fbpx
হোম আন্তর্জাতিক ভারতে ১৯টি বিমানবন্দরে চূড়ান্ত সতর্কতা জারি
ভারতে ১৯টি বিমানবন্দরে চূড়ান্ত সতর্কতা জারি

ভারতে ১৯টি বিমানবন্দরে চূড়ান্ত সতর্কতা জারি

0

কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর থেকেই ভারত-পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে। ভারতের স্বাধীনতা দিবসের আগে বুধবার থেকেই দেশটির ১৯টি বিমানবন্দরে চূড়ান্ত সতর্কতা জারি করেছে ভারতের বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ জারি ১০ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত রাখা হয়েছে।

ওই তালিকায় রয়েছে কলকাতা বিমানবন্দরও। এছাড়াও চারটি মেট্রো শহরের প্রতিটি বিমানবন্দরকেই রাখা হয়েছে বিশেষ নজরদারির তালিকায়।

এদিকে, ইতোমধ্যে,ভারতের অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে ইসলামাবাদ। এছাড়া ভারতের রাষ্ট্রদূতকে ইসলামাবাদ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান। একই সঙ্গে দিল্লিতে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে ইসলামাবাদে ফেরত আসতে বলা হয়েছে।

ভারত ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর দেশটির সঙ্গে অর্থনৈতিক, কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আর এই ঘটনাকেই পাকিস্তানের চক্রান্ত হিসেবে দেখছে ভারত।

বুধবার ইসলামাবাদে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক এবং বাণিজ্যিক লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *