fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০১৯; ২২শে অগ্রহায়ণ, ১৪২৬; ৮ই রবিউস-সানি, ১৪৪১
হোম ক্রীড়া বিয়ে করেছেন সাব্বির রহমান; কাকে ?
বিয়ে করেছেন সাব্বির রহমান; কাকে ?

বিয়ে করেছেন সাব্বির রহমান; কাকে ?

40
0

সাব্বির রহমান। যিনি নানা বিতর্কের অবসান ঘটিয়ে সন্ধান পেয়েছেন নতুন দিনের। মধ্যখানে কিছুটা ছন্দপতন ঘটলেও এখন সময়টা তাঁর বেশ ভালোই যাচ্ছে। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন এক দুর্দান্ত সেঞ্চুরি। দেশে ফিরেও সেই ছন্দটা ধরে রেখেছেন সাব্বির। ধারাবাহিক রান পাচ্ছেন ঢাকা প্রিমিয়ার লিগেও। শুধু খেলার মাঠেই নয়, জীবনের ইনিংসেও গড়লেন এক দুর্দান্ত জুটি। গতকাল শনিবার বিয়ে করেছেন তিনি।

পাত্রীর নাম অর্পা। উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী। মা-বাবা ও কাছের কজন আত্মীয়স্বজনকে নিয়ে ঘরোয়া পরিবেশে সাব্বির-অর্পা একে অপরকে জীবন সঙ্গী আবদ্ধ হয়েছেন গতকাল। বিয়ে নিয়ে সাব্বির বলেন, ‘অনুষ্ঠান যখন করব, তখন সবাইকে জানাব।’

তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, ক্যারিয়ারে স্থিতিশীলতা আনতে এবং স্বচ্ছন্দে এগিয়ে নিতে বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটারদের অনেকে সাব্বিরকে বিয়ের জন্যে পরামর্শ দিয়েছেন। তাঁর বাবা-মায়েরও এমনই চাওয়া ছিল।

(40)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।