fbpx
হোম রাজনীতি বিএনপির সন্ত্রাস মোকাবিলায় আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী
বিএনপির সন্ত্রাস মোকাবিলায় আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

বিএনপির সন্ত্রাস মোকাবিলায় আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

0

বিএনপি-জামায়াতের সন্ত্রাস মোকাবিলায় আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আমরা কোনো সন্ত্রাস সহ্য করব না। আমরা উন্নয়নের পথে হাঁটছি। আমাদেরকে পেছনের দিকে আর নিয়ে যাওয়া যাবে না। যারা পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বনগজ ঈদগাহ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আখাউড়া উপজেলার বড়বাজার-ধরখার সড়কের বনগজ এলাকায় নবনির্মিত একটি সেতুর উদ্বোধন উপলক্ষে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।
আইনমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের কাজই হচ্ছে বাংদেশের মানুষ যেন কষ্টে থাকে সেই একটা ব্যবস্থা করা। আমরা ২০১৪ সালে আমরা যখন নির্বাচন করেছি, তখন তারা (বিএনপি-জামায়াত) নির্বাচন বয়কটের নামে অগ্নিসন্ত্রাস করেছে। নিরীহ মানুষকে বাসে পুড়িয়ে মেরেছে। এরপর ২০১৮ সালের নির্বাচনের সময় বিএনপি-জামায়াত মনোনয়ন বাণিজ্য করেছে। মানিলন্ডারিং করে টাকা বিদেশে নিয়ে গেছে। আর এখানে একেকটা আসনে ৩-৪ জন করে মনোনয়ন দিয়েছে। তারপর নির্বাচন করেনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০২৪ সালের নির্বাচনেও তারা (বিএনপি-জামায়াত) ষড়যন্ত্র করেছিল। মানুষের কাছে তারা ভোটের জন্য আসে না। তারা মনে করে যে বিদেশে তাদের কিছু মুরুব্বির কাছে কান্নাকাটি করলে তারা তাদেরকে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসাতে পারে কিনা।
আনিসুল হক বলেন, বিএনপির প্রতিষ্ঠাতারা যারা হত্যা করে রাজনীতি করতেন আর ক্ষমতায় থাকতেন- বাংলাদেশের মানুষ আপনাদের চিনে ফেলেছে। আপনারা আর সেই খেলা খেলতে পারবেন না। এখন বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রণ করবে। বাংলাদেশের মানুষ ৭ জানুয়ারি ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছে। এই জনপ্রতিনিধিরাই বাংলাদেশের মানুষের সেবা করবে। সেটাই ম্যান্ডেট এবং সেটাই হবে।
ধরখার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শানু মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফিকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মুরাদ হোসেন ভূঁইয়া, ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন।

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *