
বারবার ভুল সিদ্ধান্ত নিয়ে বিএনপি নিজেদের অস্তিত্ব ধ্বংস করছে’
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি গণতন্ত্রের কথা বলে মাঠ গরমের চেষ্টা করছে, কিন্তু পারছে না। পৃথিবীর অনেক গণতান্ত্রিক দেশে যেভাবে জাতীয় নির্বাচন হয় বাংলাদেশেও ঠিক সেভাবে হবে। এর বাইরে নির্বাচন করার কোনো সুযোগ নেই। বারবার ভুল সিদ্ধান্ত নিয়ে বিএনপি নিজেদের অস্তিত্ব ধ্বংস করছে। আগামী নির্বাচনে বিএনপি অংশ নিয়ে নিজেদের অস্তিত্ব ধরে রাখবে বলে আশা করছি।
শনিবার (২০ মে) সকালে শহরের লেকেরপাড়ে পাঁচ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ৫ তলাবিশিষ্ট নবনির্মিত বঙ্গবন্ধু ল’ কলেজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব বলেন।
শাজাহান খান বলেন, জাপান যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিপূরণ দিয়েছিল। তেমনি একদিন পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশও ক্ষতিপূরণ আদায় করতে পারবে। এমনকি পাকিস্তানকে ক্ষমা চাইতেও বাধ্য করা হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করেছিলেন বলেই তারেক রহমান লন্ডনে বসে ভিডিওকলে নেতাকর্মীদের সঙ্গে মিটিং করেন। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। সেটা নিয়ে কাজ করছে সরকার। শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই দেশের উন্নয়নের কাজ সম্পূর্ণ হচ্ছে। এখনো অনেক উন্নয়নের কাজ চলমান।
মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মাসুদ আলম খান, শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তানভীর ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম, বঙ্গবন্ধু ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অ্যাডভোকেট রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র : জাগো নিউজ