fbpx
হোম রাজনীতি ফারুক হত্যা মামলায় জামাত নেতা সাঈদীসহ ১০৪ জনের বিচার শুরু
ফারুক হত্যা মামলায় জামাত নেতা সাঈদীসহ ১০৪ জনের বিচার শুরু

ফারুক হত্যা মামলায় জামাত নেতা সাঈদীসহ ১০৪ জনের বিচার শুরু

0

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ১০৪ আসামির বিচার শুরু হয়েছে।

রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আজ বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠনের ওপর শুনানি হয়। বিচারক এনায়েত কবির সরকার ১০৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী শিরাজী শওকত সালেহীন বলেন, এ মামলায় আসামি ছিলেন ১১০ জন। এর মধ্যে ছয়জন মারা গেছেন। ১০৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ৪৪ জন পলাতক রয়েছেন।

উল্লেখ্য, ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল দখলকে কেন্দ্র করে জামায়াত সমর্থক ছাত্র শিবিরের ক্যাডাররা ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর রাতে সশস্ত্র হামলা চালায়। ওই সময় বিশ্ববিদ্যালয়ের এসএম হল ছাত্রলীগের কর্মী গণিত বিভাগের শিক্ষার্থী ফারুক হোসেনকে কুপিয়ে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *