fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শুক্রবার, ২৯শে মে, ২০২০; ১৫ই জ্যৈষ্ঠ, ১৪২৭; ৫ই শাওয়াল, ১৪৪১
হোম দর্শক ফোরাম প্রিয় রামাদানে কতটুকু প্রস্তুত আমরা ?
প্রিয় রামাদানে কতটুকু প্রস্তুত আমরা ?

প্রিয় রামাদানে কতটুকু প্রস্তুত আমরা ?

0

রহমত, মাগফিরাত এবং নাজাতের রামাদান মাস চলছে। এ মাসের প্রতিটি মুহুর্ত কল্যাণময়। এ মাস ঘুরে দাড়ানোর মাস। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করছি আমরা । হতে পারে জীবনের শেষ রামাদান। তাই সময়কে কাজে লাগানো উচিত। প্রতিটি মিনিট কাজে লাগানো উচিত। সময় ব্যয়ের ক্ষেত্রে আমাদের সচেতনতা একান্ত প্রয়োজন।

সিয়ামগুলোর ব্যাপারে যত্নবান হওয়া দরকার। আমরা যেনো সিয়ামকে শুধুমাত্র উপোষ না থাকার বিষয়ে ভাবি । মিথ্যা কথা বলা এবং গীবত করা পরিহার না করলে সিয়ামগুলো বিফলে যাবে বন্ধুগণ। সচেতনতা আর সতর্কতার সাথে ইবাদতে মনোযোগী হতে হবে আমাদের। শিরক, বিদায়াত, বিদ্বেষ, বাড়াবাড়ির ব্যাপারে একেবারেই আপোষহীন হওয়া উচিত । ফরজ সালাতগুলোর জামায়াতও যেনো মিস না হয় সে ব্যাপারে সিরিয়াস থাকতে হবে। কিয়ামুল লাইলে অভ্যস্ত হওয়ার অপূর্ণ সুযোগ এ মাসে। ঈমান আর আশা নিয়ে রাতে দাড়ালে অতীতের সমস্ত গোনাহ মাফের ঘোষণা হাদিসে এসেছে।

সিয়ামের মাস মূলত তাকওয়া অর্জনের মাস। তাকওয়া মানে হলো বেছে বেছে চলা। আল্লাহর অসন্তোষ সৃষ্টিকারী উপায়-উপাদানগুলো থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে। রামাদান শেষে সদ্য ভূমিষ্ট নিষ্পাপ শিশুর মতো নিষ্পাপ হতে পারলেই আমরা সফল হবো। আমরা যেনো ব্যর্থ না হয়ে যাই।

রামাদান মাস কুরআন নাজিলের মাস। কুরআন বুঝার জন্য নাজিল হয়েছে। কুরআন বুঝা সহজও। সূরা কামারে চারবার বলা হয়েছে উপদেশ গ্রহণের জন্য কুরআনকে সহজ করা হয়েছে। এ মাসে বেশি বেশি কুরআন বুঝার জন্য সময় ব্যয় করা উচিত। আমরা কেমন মুসলিম হলাম যদি না সারাজীবনে একবারের জন্য হলেও পুরো কুরআন অর্থসহ পড়ে এর শিক্ষাগুলো জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা না করি?

ফিকহী মাসায়েল নিয়ে যেনো আমরা বাড়াবাড়ি না করি। তারাবীহ’র রাকায়াত নিয়ে যেনো আমরা বিদ্বেষ না ছড়াই। আমাদের উচিত মৌলিক বিষয়গুলোতে মনোযোগী হওয়া । কুরআন বুঝা, হাদিসগুলো জানা, সীরাত পড়া, ফরজিয়াতে অধিকতর মনোযোগ দেয়াই আমাদের চেষ্টা-সাধনা হওয়া উচিত।
আমরা যেনো এ রামাদানে নিজেদেরকে অধিক সহনশীল হিসাবে গড়ে তুলতে পারি, বান্দার হকগুলোর ব্যাপারে যত্নবান হই, নিজের ভেতরে যেনো কর্মোদ্যম সৃষ্টি করতে পারি।। আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।