fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

মঙ্গলবার, ১৮ই জুন, ২০১৯; ৪ঠা আষাঢ়, ১৪২৬; ১৩ই শাওয়াল, ১৪৪০
হোম সংবাদ ২৪ ঘন্টা প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস !
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস !

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস !

24
0

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের প্রথম ধাপে সাতক্ষীরায় লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। ঢাকা থেকে একটি চক্র প্রশ্ন ফাঁস করে। এতে সাতক্ষীরার স্থানীয় ৫ ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানা গেছে।

গত শুক্রবার পরীক্ষার আগে সাতক্ষীরার একটি কোচিং সেন্টারে প্রশ্নের উত্তর বলে দেয়ার সময় পরীক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় চক্রের সদস্যসহ ২৯ জনকে আটক করে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালত ২১ জনকে ২ বছর করে করে দণ্ড দেন। এদের মধ্যে ব্যাংক কর্মকর্তা এবং প্রাথমিক স্কুল শিক্ষকও আছেন। এ ঘটনায় ঢাকার মূল হোতাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ৬১ জেলার ৪ ধাপে পরীক্ষা নেয়া হবে এবার। গত শুক্রবার প্রথম ধাপে ১১ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও কেন্দ্রে প্রশ্নপত্র ছাপানো হয়। পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণে মন্ত্রণালয়ের ১৪ সদস্যের কমিটি কাজ করছে।

এবার একটি প্রশ্নপত্র করা হলেও বিন্যাস পরিবর্তন করে সেট করা হয়েছে ৮টি। ওই প্রশ্ন এনক্রিপ্ট ফরমেটে দুই ভাগে একটি ডিসি এবং আরেকটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়। পরে দু’জনে একত্রিত হয়ে বিশেষ পাসওয়ার্ডের মাধ্যমে ডাউনলোড করে বৃহস্পতিবার রাতে ছাপানোর ব্যবস্থা নেন।

(24)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।