fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শনিবার, ৬ই জুন, ২০২০; ২৩শে জ্যৈষ্ঠ, ১৪২৭; ১২ই শাওয়াল, ১৪৪১
হোম ক্রীড়া প্রতিবেশীকে পেটালেন প্রবীন কুমার
প্রতিবেশীকে পেটালেন প্রবীন কুমার

প্রতিবেশীকে পেটালেন প্রবীন কুমার

0

ভারতের সাবেক পেসার প্রবীন কুমার তার প্রতিবেশীকে মেরেছেন বলে অভিযোগ উঠেছে । জানা যায়, ভারতের উত্তর প্রদেশের মেরুতে এই ঘটনা ঘটে ।

এ বিষয় স্থানীয় পুলিশের এসপি অখিলেশ নারায়ণ বলেন, ‘তারা দু’জন প্রতিবেশী এবং এ ব্যাপারে তারা পুলিশকে অবহিত করেছেন । তাদের দেওয়া তথ্যমতে আমরা তদন্ত করছি । পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে । মেডিকেল প্রক্রিয়াও শেষ হয়েছে ।’

ভিকটিম দীপক শর্মা জানিয়েছেন, পুলিশ তাদের অভিযোগ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং বলেছে উপরের মহলে গিয়ে ব্যাপারটি জানাতে, কেননা এই ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেটার জড়িত ।

অভিযোগে দীপক শর্মা বলেন, ‘বিকেল ৩ টায় আমি আমার ছেলের জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলাম। প্রবীন কুমার এসময় তার গাড়ি নিয়ে এলেন এবং প্রথমে বাস চালককে অপমান করলেন এবং পরে আমাকেও । পরবর্তীতে সে আমাকে পেটালেন ও আমার হাত ভেঙে দিলেন ।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।