fbpx
হোম আন্তর্জাতিক পাখির ধাক্কায় বিধ্বস্ত হলো ভারতীয় বিমান
পাখির ধাক্কায় বিধ্বস্ত হলো ভারতীয় বিমান

পাখির ধাক্কায় বিধ্বস্ত হলো ভারতীয় বিমান

0

পাখির ধাক্কায় MIG-29K একটি ফাইটার জেট ভারতের গোয়ায় পড়ে বিধ্বস্ত হয়েছে ।

খবরে বলা হয়, এদিন ডাবোলিম এয়ারপোর্টের আইএনএস হানসা থেকে বিমানটি আকাশে ওড়ে । আগুন লাগার পরই বিমান থেকে ঝাঁপ দিয়ে নিজেকে রক্ষা করেন পাইলট ক্যাপ্টেন এম শেওখাণ্ড ।
ভারতীয় নৌবাহিনীর এক মুখপাত্র এএনআইকে জানিয়েছেন, যুদ্ধ বিমানটি গোয়া থেকে আকাশে ওড়ে । সেই সময় পাখির সঙ্গে সংঘর্ষ হয় । তারপর ডানদিকের ইঞ্জিনে আগুন লেগে যায় । গত কয়েক বছরে বেশ কয়েকবার ভেঙে পড়েছে দেশটির মিগ যুদ্ধবিমান । ৮৭২টি বিমানের মধ্যে অর্ধেকেরও বেশি হয়েছে নষ্ট ! কমপক্ষে ১১০টি মিগ-২১ যুদ্ধবিমান ২০০৬ সালে মিগ-২১ বাইসনে আপগ্রেড করে ভারত । নভেম্বর পর্যন্ত চলতি বছরে এই ধরনের দুর্ঘটনায় ভারত মোট ১১টি এয়ারক্রাফট হারিয়েছে ।

জানা যায়, দু’জন পাইলটকেই নিরাপদভাবে উদ্ধার করা হয়েছে । উদ্ধার কাজের জন্য শুরু হয়েছে তল্লাশি অভিযান ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *