fbpx
হোম বিনোদন পরীমনির সঙ্গে সুদর্শন ছেলেটি কে ?
পরীমনির সঙ্গে সুদর্শন ছেলেটি কে ?

পরীমনির সঙ্গে সুদর্শন ছেলেটি কে ?

84
0

এই সময়ের আলোচিত নায়িকা পরীমনি।  গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নজাল সিনেমায় অভিনয় করে বিপুল প্রশংসা কুড়িয়েছেন তিনি । ঢাকাই সিনেমার সবচেয়ে সুন্দরী নায়িকা হিসেবে পরীমনিকেই অভিহিত করেন অনেকে ।

সম্প্রতি একজন সুর্দশন ছেলের সঙ্গে তার অসংখ্য ছবি শোভা পাচ্ছে ফেসবুকের স্ট্যাটাসে। বিশেষ করে ছেলেটিকে নিয়ে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন পরীমনি, এমন ছবিও  নায়িকা নিজেই পোস্ট করেছেন ফেসবুকে ।

প্রকৃতপক্ষে সুদর্শন ছেলেটি হচ্ছেন তামিম হাসান। বাংলাদেশের বিনোদন সাংবাদিকতায় সুপরিচিত তিনি। প্রায় দেড় যুগ ধরে  কাজ করছেন গণমাধ্যমে। বর্তমানে তিনি একটি জাতীয় দৈনিকের বিনোদন সম্পাদক এবং একটি রেডিও স্টেশনের অনুষ্ঠান প্রধান হিসেবে কাজ করছেন । তামিম হাসান কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিএজেএফবি) এর বর্তমান সভাপতিও ।

পুরোনো ঢাকার বাসিন্দা তামিম হাসান ছোটবেলা থেকেই ফ্যাশন সচেতন। অভিজাত পরিবারের ছেলেটিকে মিডিয়া অঙ্গনের অনেকেই ‘নায়ক’ বলে ডাকেন । সাংবাদিকতা করতে গিয়েই পরীমনির সঙ্গে তার পরিচয় । তাদের মধ্যে বন্ধুত্ব এখন গাঢ় বলে জানান নায়িকা নিজেই । সম্প্রতি তিনি বলেছেন, তামিমের সঙ্গে বিয়ে হতেেই পারে। তবে,পরীমনি নির্দিষ্ট করে জানান নি বিয়ের দিন তারিখ ।

এ প্রসঙ্গে তামিম হাসান চেঞ্জ টিভি ডট প্রেসকে  সহাস্যে বলেন, ভালোবাসা অবিরাম গতিতে চলছে, সময়ই বলে দেবে কখন বাজবে বিয়ের সানাই।

(84)

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।