fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০১৯; ২২শে অগ্রহায়ণ, ১৪২৬; ৮ই রবিউস-সানি, ১৪৪১
হোম রাজনীতি নৌকায় ভোট চাইছেন বিএনপি নেতারা! নৌকা বনাম মটরসাইকেল
নৌকায় ভোট চাইছেন বিএনপি নেতারা! নৌকা বনাম মটরসাইকেল

নৌকায় ভোট চাইছেন বিএনপি নেতারা! নৌকা বনাম মটরসাইকেল

37
0

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে উপজেলা নির্বাচনে বিএনপির কিছু নেতা নৌকা মার্কায় ভোট চাইছেন বলে জানা গেছে।

আগামীকাল ২য় ধাপে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাল সোমবার ১১৬ উপজেলায় ভোট গ্রহণ করা হবে।  ইতোমধ্যে গত ১০ মার্চ ৭৮ টি উপজেলায় ১ম ধাপে নির্বাচন সম্পন্ন হয়েছে।

রাণীশংকৈল উপজেলায় এ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক মোঃ সইদুল হক। তিনি ৩য় উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক ভোটের ব্যাবধানে বিজয়ী হন। তবে ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পান খুবই সামান্ন। সেবার জিতেছিলেন বিএনপি থেকে আইনুল হক মাস্টার।

একই উপজেলায় আ’লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে ‘মটরসাইকেল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক ছাত্র নেতা শাহরিয়ার আজম মুন্না। যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ছাত্রলীগের সাবেক সভাপতি এবং পরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতিও ছিলেন। মুন্না ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ২য় পজিশনে থেকে হেরে যান বিএনপির আইনুল হক মাস্টারের কাছে।

এবার বিএনপি নির্বাচন বর্জন করায় এখানে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী মূলত আওয়ামী লীগই।

বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, বিএনপির রাজনীতির সাথে জড়িত এমন অনেকেই সইদুল হকের পক্ষে নৌকা মার্কায় ভোট চাইছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এমন কয়েক জন বিএনপির নেতার কাছে জানতে চাইলে তারা বলেন, “কৌশলগত কারণেই আমাদেরকে নৌকায় ভোট চাইতে হচ্ছে।…”

তারা আরও জানান, বিএনপির যে সব লোক নৌকায় ভোট চাচ্ছেন তারা অনেকেই সইদুল হকের আত্মীয়, অনেকেই তাঁর কলিগ। এসব কারণেও তারা নৌকায় ভোট প্রার্থনা করছেন।

(37)

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।