fbpx
হোম বিনোদন নোবেলের বিরুদ্ধে প্রিন্স মাহমুদের অভিযোগ
নোবেলের বিরুদ্ধে প্রিন্স মাহমুদের অভিযোগ

নোবেলের বিরুদ্ধে প্রিন্স মাহমুদের অভিযোগ

0

কলকাতার জনপ্রিয় টিভি চ্যানেল জি বাংলার ‘সারেগামাপা’র মঞ্চে দুই বাংলায় জনপ্রিয় হওয়া বাংলাদেশের মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে এবার অভিযোগ তুললেন স্বনামধন্য গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ।

নোবেল ইচ্ছে করেই প্রিন্স মাহমুদের লেখা ও সুর করা গান সারেগামাপা’র মঞ্চে গাওয়ার আগে ও পরে নাম উচ্চারণ করেন না বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এটাই প্রথম না, আগেও দু’বার ভুল করেছিলেন মাঈনুল আহসান নোবেল। শুধু তাই নয়, নোবেল অনুমতি ছাড়া গান গাওয়ার পরও সেটি বাণিজ্যিকভাবেও ব্যবহার করছে টেলিভিশন কর্তৃপক্ষ।

কপিরাইট আইনে গীতিকার ও সুরকারের অনুমতি ছাড়া গান গাওয়া ও প্রচারিত হলে সেটি মূলত আইন লঙ্ঘন বলে জানা যায়। সেদিক থেকে নোবেল অপরাধী বলে মন্তব্য করেছেন প্রিন্স মাহমুদ।

পশ্চিমবঙ্গের বেসরকারি টেলিভিশন চ্যানেল জি বাংলার গানের প্রতিযোগিতা ‘সারেগামাপা’য় একের পর এক গান গেয়ে আলোচনার পাশাপাশি ব্যাপক জনপ্রিয় হয়েছেন নোবেল। ইতোমধ্যে দুই বাংলায় তিনি ‘নোবেলম্যান’ হিসেবে খ্যাতি পেয়েছেন। মূলত প্রিন্স মাহমুদের কথা ও সুরে ৩টি গান ‘বাবা’, ‘মা’ ও ‘এত কষ্ট কেন ভালোবাসায়’ গাওয়ার পরেও যখন নোবেল গীতিকার সুরকারের নাম উচ্চারণ করেন নি তখনি মূলত প্রিন্স মাহমুদ বাধ্য হয়ে নোবেলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বলে জানা গেছে।

নোবেল ‘এত কষ্ট কেন ভালোবাসায়’ গানটি গাওয়ার শুরুতে সবচেয়ে বড় ভুল করেন গানটি নাকি আর্ক ব্যান্ডের গান। বিষয়টি প্রিন্স মাহমুদ জানতে পেরে এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘দুঃখিত, এত কষ্ট কেন ভালোবাসায় আর্ক ব্যান্ডের গান না। এটা ১৯৯৮ সালে রিলিজ হওয়া আমার কথা ও সুরে মিক্সড অ্যালবাম ‘শেষ দেখা’তে হাসান গেয়েছিল।’
মূলত এসবের কারণে প্রিন্স মাহমুদ নোবেলের এরকম আচরনকে ভালো চোখে দেখছেন না। তবে মাইনুল আহসান নোবেল এ বিষয়ে এখন পর্যন্ত কোন কিছু জানানি।

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *