fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বুধবার, ২০শে নভেম্বর, ২০১৯; ৬ই অগ্রহায়ণ, ১৪২৬; ২১শে রবিউল-আউয়াল, ১৪৪১
হোম সংবাদ ২৪ ঘন্টা নাটোরে পুলিশ সপ্তাহ পালিত
নাটোরে পুলিশ সপ্তাহ পালিত

নাটোরে পুলিশ সপ্তাহ পালিত

44
0

বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে পুলিশ সেবা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর সদর থানা চত্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পুলিশ সুপার ছাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য দেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সাজেদুর রহমান খাঁন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল হাসনাতসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন ,পুলিশ জনগনের সেবক। কোন মতেই যেন সাধারন মানুষ পুলিশের সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রেখে সকল পুলিশ সদস্যর প্রতি নির্দেশ দেওয়া হয়। এছাড়াও কোন পুলিশ সদস্যর দ্বারা সাধারন মানুষ যেন কোন ধরনের হয়রানীর শিকার না হয় সেদিকেও খেয়াল রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

(44)

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।