fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০১৯; ৩০শে কার্তিক, ১৪২৬; ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪১
হোম আন্তর্জাতিক ধরা খেলো নকল ‘কিম’
ধরা খেলো নকল ‘কিম’

ধরা খেলো নকল ‘কিম’

23
0

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন উনের মধ্যে বিশেষ বৈঠক। আর বৈঠকে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে ট্রেনে করে ভিয়েতনামে পৌঁছেছেন কিম।

এদিকে, বৈঠকের আগে নকল কিমকে নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে ভিয়েতনাম। হাওয়ার্ড এক্স নামে এক কমেডিয়ানের চেহারা অবিকল কিম জন উনের মতো হওয়ায় তিনি কিমের কার্যকলাপ নকল করে জীবিকা অর্জন করতেন। সঙ্গে তার এক সহযোগীকে বানিয়েছিলেন নকল ট্রাম্প। তারা দুজন কিম-ট্রাম্পের ভূমিকায় বিভিন্নস্থানে শো করতেন এবং এর বিনিময় রোজগার করতেন।

কিন্তু অবশেষে আসল কিম ভিয়েতনামে পৌঁছার আগেই নকল কিমকে বহিস্কার করলো ভিয়েতনাম। আস্ট্রেলিয়ান এই কমেডিয়ান এরই মাঝে ভিয়েতনামে হৈ চৈ বাধিয়েছিলেন। তাঁকে নিয়ে গণমাধ্যমে কয়েকদিন ধরে খবর প্রকাশ হয়েছে।

তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জন উন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্মেলনের অভিনয় করেন। তাতে বিদ্রুপও ছিল।

অস্ট্রেলিয়ান এই কমেডিয়ান নিজে সেজেছিলেন কিম আর তাঁর একজন সহচর রাসেল হোয়াইটকে ডোনাল্ড ট্রাম্প হিসেবে সাজিয়েছিলেন।

তিনি যেমন কিমের মতো দেখতে, তেমনি তার সহচরও দেখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতো।

তাঁর শো নিয়ে রাস্তায় অনেক লোকসমাগম হয় এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে। গণমাধ্যমে ফলাও করে খবর প্রকাশ হয়।

ফলে ক্ষুব্ধ হয় ভিয়েতনাম কর্তৃপক্ষ। তারা অস্ট্রেলিয়ান এই কমেডিয়ানকে তাদের দেশ থেকে বহিস্কার করে।

তবে তাঁর সহচর যিনি ডোনাল্ড ট্রাম্প সেজেছিলেন, তাঁর বিরুদ্ধে ভিয়েতনাম কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। বরং তাঁকে ভিয়েতনামে থাকার অনুমতি দেয়া হয়েছে।

বহিস্কারের পর সোমবার ভিয়েতনাম বিমানবন্দর ছাড়ার আগে অস্ট্রেলিয়ান কমেডিয়ান হাওয়ার্ড এক্স সাংবাদিকদের বলেছেন, “উত্তর কোরিয়দের কোনো রসবোধ নেই। তারা জানে না, বিদ্রুপ যে কোনো ধরনের স্বৈরাচারের বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র।”

তিনি আরও বলেছেন, “বাস্তবতা হচ্ছে, আমি কিম জং আনের মতো চেহারা নিয়ে জন্মেছি। এটাই কি আমার অপরাধ?”

জানা গেছে, হাওয়ার্ড এক্স এর আগে সিঙ্গাপুরেও কিম সেজে আটক হয়েছিলেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিসিসি এ খবর প্রকাশ করেছে।

 

(23)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।