fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

মঙ্গলবার, ১৮ই জুন, ২০১৯; ৪ঠা আষাঢ়, ১৪২৬; ১৩ই শাওয়াল, ১৪৪০
হোম ক্রীড়া দ্রুত সেরে উঠছেন সাকিব
দ্রুত সেরে উঠছেন সাকিব

দ্রুত সেরে উঠছেন সাকিব

3
0

চোট কাটিয়ে দ্রুত সেরে উঠছেন সাকিব। সোমবার ব্রিস্টলে তার এক্সরে করা হয়েছে। এতে দেখা গেছে, পায়ের আঘাত তেমন গুরুতর নয়। ১৭ জুন টনটনে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনি খেলতে পারবেন বলেই টিম ম্যানেজমেন্ট আশা প্রকাশ করছে।

মঙ্গলবার ব্রিস্টলে শ্রীঙ্কার সঙ্গে পরিত্যক্ত ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন আশার কথাই জানিয়েছেন কোচ স্টিভ রোডস। এর আগে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, সাকিব পরের ম্যাচে খেলতে পারবেন, এতটুকু নিশ্চিত থাকেন। উরুর ইনজুরি সত্ত্বেও ইংল্যান্ডের সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করায় সাকিবের উচ্ছ্বসিত প্রশংসা করেন স্টিভ রোডস। বলেন, আমি সত্যি তার সাহসের প্রশংসা করি। ইনজুরি নিয়েও যে লড়াইটা ও করেছে তা সত্যিই দারুণ। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। দ্রুত সেরেও উঠছে। আমাদের পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এক সপ্তাহ পরে। আশা করি সাকিব ওই ম্যাচ খেলতে পারবে।

গত শনিবার কার্ডিফে ইংল্যান্ড ম্যাচে উরুতে আঘাত পান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আঘাত নিয়েই তিনি ওই ম্যাচে সেঞ্চুরি করেন। সাকিবের ১২১ রানের ইনিংস সত্ত্বেও ওই ম্যাচে পরাজিত হয় বাংলাদেশ দল।

(3)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।