ঢা কা য় আতিফ আসলামের কনসার্ট ঘিরে একজন গ্রে প্তার
চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকা মাতাতে আসছেন ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কনসার্টটি।
তবে কনসার্ট শুরুর আগেই টিকিট ক্রেতাদের ব্যক্তিগত তথ্য ফাঁস করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে একটি চক্র।
এ ঘটনায় সেই চক্রের বিরুদ্ধে গত ১৮ নভেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস।
মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। গত রোববার ঢাকার পাইকপাড়া থেকে আরিফ আরমান (৩০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার এস এম আশরাফুল আলম।
ঢাকার পাইকপাড়া থেকে একজনকে গ্রেপ্তার করে সিআইডি। ছবি: সংগৃহীত
তিনি জানান, টিকিট টুমরো প্ল্যাটফর্মে সাইবার আক্রমণের জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আশরাফুল আলম বলেন, কনসার্টের টিকিট বিক্রির ওয়েবসাইটে ঢুকে ক্রেতাদের তথ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ট্রিপল টাইম কমিউনিকেশনস পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। একইসঙ্গে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।
ইত্তেফাক