fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২০; ১৬ই ফাল্গুন, ১৪২৬; ৩রা রজব, ১৪৪১
হোম বাণিজ্য ঢাকা উত্তরে মশা নিধনে ৪৯ কোটি টাকার বাজেট
ঢাকা উত্তরে মশা নিধনে ৪৯ কোটি টাকার বাজেট

ঢাকা উত্তরে মশা নিধনে ৪৯ কোটি টাকার বাজেট

4
0

মশা নিয়ন্ত্রণে গেলো বছরের তুলনায় প্রায় ২শ’ ভাগ বেশি বরাদ্দ রেখে চলতি বছরের বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে বরাদ্দ যথেষ্ট হলো কিনা তা নিয়ে সন্তুষ্ট নন খোদ মেয়রই। বললেন বাড়ানো হবে প্রয়োজন বুঝে।

ধীরে ধীরে উন্নত হচ্ছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম ৫ দিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তির সংখ্যা ৪ হাজার ১৫৮ জন। যা গত সপ্তাহের অর্ধেকেরও কম। এমন বাস্তবতায় বৃহস্পতিবার দুপুরে ঢাকা উত্তরের নগর ভবনে ৩ হাজার ৫৮ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র আতিকুল ইসলাম।

যেখানে মশক নিয়ন্ত্রণে ৪৯ কোটি ৩০ লাখ টাকার প্রস্তাব রাখা হয়েছে বাজেটে। যা গত অর্থ বছরের তুলনায় ১৮২ ভাগ বেশি। তবে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডসহ দেয়া এই বাজেট যথেষ্ট কিনা তা নিয়ে দ্বিধায় খোদ মেয়র।

আতিকুল ইসলাম বলেন, যদি লাগে আমরা আরো বরাদ্দ করবো। কিন্তু এই মুহূর্তে যে শতাংশটা  বাড়য়েছি, তা হল প্রতি ওয়ার্ডে গত বছর ছিল ৪৮ লাখ যা এবার করেছি ৫১ লাখ টাকা করে।

তবে বছরব্যাপী মশা নিয়ন্ত্রণে আলাদা পরিকল্পনা ও বাড়তি বাজেটের কথাও জানান তিনি।

(4)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।