জেলজীবন নতুনভাবে বাঁচতে শিখিয়েছে রিয়াকে
২০২০ সালের ১৪ জুন বলিউডের জন্য অন্ধকারাচ্ছন্ন দিন। একটি দুঃসংবাদ বলিউডসহ পুরো ভারতীয় ইন্ডাস্ট্রিকে স্তব্ধ করে দিয়েছিল। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর ঘটনা হতবাক করে দিয়েছিল সবাইকে। সুশান্তের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। সুশান্তের মৃত্যুর পর মাদকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয় রিয়াকে। একটা লম্বা সময় জেলে কাটাতে হয়েছিল তাকে।
সেই সময়টা কেমন কেটেছিল রিয়ার? সম্প্রতি ‘হিউম্যানস অব বোম্বে’ ইউটিউব চ্যানেলে কারিশমা মেহতার সঙ্গে এক পডকাস্ট শোয়ে এ নিয়ে কথা বলেছেন রিয়া চক্রবর্তী। সেখানে তিনি জানিয়েছেন সেই সময়ের অভিজ্ঞতার কথা। জেলে প্রতিটি দিন তার কেমন কেটেছিল, কী মনে হয়েছিল? রিয়ার সেই সময়টা ছিল ভীষণ কঠিন। মানসিক অবসাদে ভুগতেন তিনি।
রিয়া বলেন, ‘জেল আসলে সম্পূর্ণ আলাদা একটা জগৎ। ওখানে কোনো সমাজ নেই, সবাই সমান। কেউ ওখানে মানুষ নয়, সবাই একটা সংখ্যামাত্র। এটা একটা অদ্ভুত দুনিয়া। ওখানে প্রতি মুহূর্তে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়। একেকটা দিন একেকটা বছরের সমান মনে হতো। কিছুই করার থাকত না।’
মানসিক অবসাদ নিয়েও কথা বলেছেন রিয়া, ‘প্রথম দুই সপ্তাহ আমার সময়টা ওখানে খুবই কঠিন ছিল। কারণ, জেলে যাওয়ার পর কেউই প্রথমে বিশ্বাস করতে পারে না, তার সঙ্গে এমনটি ঘটেছে। বিষয়টি আত্মস্থ করতে সময় লাগে। ওখানে একটা চরম অবসাদের শিকার হয়েছিলাম। মনে হতো যেন অন্ধকারে ডুবে যাচ্ছি। আমি খুব পজিটিভ মানুষ। কিন্তু ওখানে গিয়ে পুরো পাল্টে যাই। যন্ত্রণা, ভয়, অবসাদ, শোক ঘিরে ধরে আমাকে।’
রিয়া জানিয়েছেন, জেলে থাকাকালীন তিনি সেখানকার নারীদের নাচ ও যোগব্যায়াম শেখাতেন। কবিতা পাঠ করতে শেখাতেন। তিনি যা যা জানতেন, সেটা বাকিদের সঙ্গে শেয়ার করতেন।
তবে এত খারাপের ভেতর থেকে ভালোটাকেও খুঁজে নিয়েছেন রিয়া। জেলজীবন তাকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছে। সাহস জুগিয়েছে। সেই সাহস ও শক্তি নিয়ে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন অভিনেত্রী। কাজে মনোযোগী হয়েছেন। রিয়া বলেন, ‘জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে অনেকটা সময় লেগেছে আমার। এত দিন ধরে নিজেকে সারিয়ে তুলছিলাম। আমি আবার শক্তি অর্জন করতে পেরেছি। এই ভয়ংকর অধ্যায় পেরিয়ে এসে এখন মনে হয়, আবার সূর্যোদয়ের পালা এসেছে। আবার নতুনভাবে বাঁচতে ইচ্ছা করছে।’
ইত্তেফাক