fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২০; ২২শে শ্রাবণ, ১৪২৭; ১৫ই জিলহজ্জ, ১৪৪১
হোম বিনোদন জায়েদ খানকে নিয়ে বোমা ফাটালেন মালেক আফসারী
জায়েদ খানকে নিয়ে বোমা ফাটালেন মালেক আফসারী

জায়েদ খানকে নিয়ে বোমা ফাটালেন মালেক আফসারী

0

এবার জায়েদ খানকে নিয়ে বোমা ফাটালেন চলচ্চিত্র পরিচালক মালেক আফসারী।

সাম্প্রতিক সময়ে নানা বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের জড়িয়ে পড়া নিয়ে মুখ খুললেন মালেক আফসারী।

আজ নিজের  ইউটিউব চ্যানেলে এসে বেশকিছু বিষয় ‍তুলে ধরে হুঁশিয়ারী দেন মালেক আফসারী। বলেন, জায়েদ খান অনেক অশ্লীলতা করেছে। সে এক মুহুর্তে অনেক টাকা খরচ করতে পারে। সে গাড়ীর লাইসেন্স ছাড়া চলাচল করে। এতো সাহস পায় কই ? মাঝে মাঝে মনে হয় এফডিসিতে আমরা অসহায় সে সবকিছু।

বলেন, চিত্রনায়িকা পপির সঙ্গে কথা হয়েছে, সেও তার কিছু কার্যকলাপে পতন চায়।  পপি তার উত্থান দেখেছে পতনও দেখতে চায়। কারণ জায়েদ খান যখন যাকে প্রয়োজন মনে করে তখন তারই পায়ে পরতে পারে বলে তিনি তার ইউটিউব চ্যানেলে তুলে ধরেন।

তিনি বলেন, আমরা একসঙ্গে অনেক ইউটিউবারদের নিয়ে আলোচনা করেছি শীঘ্রই তার সকল অপরাধ তুলে ধরা হবে। মালেক আফসারী তার বিরুদ্ধে দুদক ও  প্রধানমন্ত্রীর কাছেও আবেদন জানান তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

বিস্তারিত…https://www.youtube.com/watch?v=Hox3GtclgX0&t=415s

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।