fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শুক্রবার, ২৯শে মে, ২০২০; ১৫ই জ্যৈষ্ঠ, ১৪২৭; ৫ই শাওয়াল, ১৪৪১
হোম গণমাধ্যম প্রশিক্ষণে কাজের গতি বাড়ে: মানিক
প্রশিক্ষণে কাজের গতি বাড়ে: মানিক

প্রশিক্ষণে কাজের গতি বাড়ে: মানিক

0

সফলতার সঙ্গে শেষ হয়েছে চেঞ্জ টিভি ডট প্রেসের প্রতিনিধিদের নিয়ে দুই দিনের কর্মশালা। শেষদিনের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, চেঞ্জ টিভির প্রধান বার্তা সম্পাদক আমিরুল মোমেনীন মানিক, বিশেষ প্রতিনিধি নয়ন মুরাদ, নির্বাহী প্রযোজক জায়েদ হাসনাইন, ইন্টারন্যাশনাল ডেস্ক কো- অর্ডিনেটর আমিনুল ইসলাম শান্ত ও আইন উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল করিম।

এ সময় আমিরুল মোমেনীন মানিক প্রশিক্ষণ থেকে আহরণ করা জ্ঞান কর্মজীবনে কাজে লাগাতে সবার প্রতি আহবান জানান। তিনি বলেন, ‘আপনারা সবাই পেশাগত কাজে অভিজ্ঞ। তারপরও প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান ঝালাই হয়। আর এরই মধ্য দিয়ে কাজের পরিধি বেড়ে যায়। আর যে মানুষের কাজের পরিধি যত বাড়ে, তিনি তত সফলতার দিকে এগিয়ে যান। একই সঙ্গে কাজের গতিও বেড়ে যায়।’

এর আগে দিনভর ৩টি সেশনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. শফিউল আলম ভূঁইয়া, বাংলা ভিশনের হেড অব নিউজ মোস্তফা ফিরোজ ও চেঞ্জ টিভি’র প্রধান বার্তা সম্পাদক আমিরুল মোমেনীন মানিক।

এর আগে, শুক্রবার সকালে চেঞ্জ টিভি কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, গণমাধ্যমটির উপদেষ্টা সম্পাদক ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন।

কর্মশালায় যারা অংশ নিয়েছেন তারা হলেন, চেঞ্জ টিভি’র গাজীপুর প্রতিনিধি ফরিদুল ইসলাম, কুষ্টিয়া  প্রতিনিধি কে এম আর শাহীন, কিশোরগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম, নাটোর থেকে সুফি শান্তু, বগুড়া থেকে রাহাতুল আলম রাহাত, রংপুর থেকে আব্দুল্লাহ আল মাসুদ, যশোর থেকে মখলেসুর রহমান মুকুল।

বিস্তারিত আসছে ভিডিওতে…

 

 

 

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।