fbpx
হোম বিনোদন চেঞ্জ টিভির রিপোর্টের পর অশ্লীলতা বন্ধে টনক নড়লো পুলিশের…

চেঞ্জ টিভির রিপোর্টের পর অশ্লীলতা বন্ধে টনক নড়লো পুলিশের…

0

শাকিব খান অভিনীত ‘নবাব এলএলবি’ নিয়ে শুরু থেকেই দর্শকরা আগ্রহী ছিলো । সেটার অবসান ঘটে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে।

সিনেমাটি মুক্তি দেয়া হয় ‘আই থিয়েটার’ এ্যাপসে। সিনেমার গল্প আর চিত্রনাট্য অসাধারণ ছিল বলে দর্শকদের বাড়তি উৎসাহ দেখা গেলেও ক্ষোভ তৈরী হয় সিনেমাটি দুই ভাগ করে মুক্তি দেয়ায়। এবিষয়ে পরিচালক ও অন্যান্য অভিনেতার সঙ্গে কথা বললে এটাকে বিজনেস পলিসি বলে এড়িয়ে যান সবাই। কেউ কেউ সিনেমা হলে মুক্তির পক্ষে থাকলেও এ্যাপসে পুরো সিনেমা মুক্তি না দেয়াকে প্রতারণা বলে অভিযোগ করেন।

এদিকে মুক্তির পরের দিনে চেঞ্জ টিভির নজরে আসে নবাব এলএলবি সিনেমার আপত্তিকর কিছু সংলাপ। যেখানে পুলিশ চরিত্রের শাহীন মৃধা ধর্ষিতা চরিত্রে অভিনয়কারী স্পর্শিয়াকে আপত্তিকর প্রশ্ন করে। যে প্রশ্নগুলো ছিল অশ্লীলতায় ভরা।

পরে এনিয়ে স্পর্শিয়ার কাছে জানতে চাইলে তিনি চেঞ্জ টিভিকে জানান, এটা কোনো অশ্লীলতা নয়। তবে স্বীকার করেন পুলিশের প্রশ্নগুলো অস্বস্তিকর ছিল । কিন্তু কেনো এমন সংলাপে অভিনয় করেছেন জানতে চাইলে বলেন, আমি মনে করিনা এটা আপত্তিকর।…https://www.youtube.com/watch?v=WF4uki6zNzY

পরে চেঞ্জ টিভি থেকে বিস্তারিত জানার জন্য পরিচালক অনন্য মামুনকে ফোন দিলে বিষয়টি এড়িয়ে যান তিনি। পুলিশের মিডিয়া উপ-কমিশনার ওয়ালিদ হোসেনকে বিষয়টি অবগত করলে তিনি জানান, কখনোই একজন ভিকটিমকে এতো বাজে প্রশ্ন করা হয় না। বলেন, এটা অশ্লীলতার চরম পর্যায়। আমরা বিষয়টি দেখছি।

তবে এবিষয়ে খলনায়ক অপু ও স্পর্শিয়ার সাক্ষাতকারটি পরে চেঞ্জ টিভিতে প্রকাশ পেলে পুলিশ প্রশাসনের নজরে আসে এবং বিষয়টি তারা আরও গুরুত্ব সহকারে দেখেন। অবশেষে পুলিশের ভাবমুর্তি নষ্টের অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত ২৪ ডিসেম্বর দিবাগত রাতে গ্রেফতার করে পরিচালক অনন্য মামুন ও পুলিশের ভূমিকায় অভিনয় করা শাহীন মৃধাকে। ২৫ ডিসেম্বর আদালতে নেয়া হলে আপাতত তাদের জামিন না মঞ্জুর করেন ঢাকা মহানগর আদালত। জানা যায়, স্পর্শিয়াকেও আটক করতে পারে পুলিশ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *