fbpx
হোম প্রবাস গ্রীণ বাংলাকে সম্মাননা দিলো এক্টিভ সোল অর্গানাইজেশন
গ্রীণ বাংলাকে সম্মাননা দিলো এক্টিভ সোল অর্গানাইজেশন

গ্রীণ বাংলাকে সম্মাননা দিলো এক্টিভ সোল অর্গানাইজেশন

0

আইসিসি অনুমোদিত প্রতিষ্ঠান রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত মোহাম্মদ বিন সালমান (এমবিএস) ভিশন ২০৩০ ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপের ফাইনালে ইন্ডিয়ান স্ট্রাইকারসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশি টিম গ্রীণ বাংলা ক্রিকেট ক্লাব।

গত শুক্রবার অ্যাসোসিয়েশনের নাম্বার মাঠে টসে জিতে গ্রীণ বাংলাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ইন্ডিয়ান স্ট্রাইকারস। ব্যাট করতে নেমে ১৮ ওভারে ২০০ রান করতে সক্ষম হয় গ্রীণ বাংলা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন সাইফুল বাদল। ২০১ রানের লক্ষ্য নিয়ে খেলতে ১৭.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৮৪ রান করে ইন্ডিয়ান স্ট্রাইকারস। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে মনে করেন টিমের মিডিয়া ও মার্কেটিং ম্যানেজার ফখরুল ইসলাম।

গ্রীণ বাংলা ক্রিকেট এজয়কে কেন্দ্র করে গত বৃহস্পতিবার এক গেট টুগেদার অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে রিয়াদের কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিগণ ও সাংবাদিকবৃন্ধ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় ক্রিকেট টিমের মিডিয়া ও মার্কেটিং ম্যানেজার ফখরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এক্টিভ সোল অর্গানাইজেশন।

এক্টিভ সোল অর্গানাইজেশনের সভাপতি শহীদ আল ইসলাম দেশের সুনাম অর্জনে গ্রীণ বাংলার ভুমিকা তুলে ধরেন এবং আগামি দিনে তরুণদের মেধা বিকাশে সামাজিক সংগঠন গুলোকে কাজ করার আহ্বান জানান। এছাড়াও গ্রীনবাংলা ক্রিকেট টিমের খেলোয়াড়দের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সৌদি আরবস্থ ফেনী ফোরামের সভাপতি নুরুল আনোয়ার।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *