fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০১৯; ৩রা কার্তিক, ১৪২৬; ১৭ই সফর, ১৪৪১
হোম Uncategorized গণতন্ত্র কারারুদ্ধ: ফখরুল
গণতন্ত্র কারারুদ্ধ: ফখরুল

গণতন্ত্র কারারুদ্ধ: ফখরুল

0
0

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে বিএনপিকে প্রচারণায় নামতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা যে ধরনের পরিবেশ চেয়েছিলাম তা এখনও পাইনি। আমাদের প্রার্থীদের এখনও গুলি করা হচ্ছে, প্রচারে নামতে দেওয়া হচ্ছে না, কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তবে দেশনেত্রীর (খালেদা জিয়া) মুক্তির জন্য আমাদের আন্দোলন চলতেই থাকবে।

ফখরুল বলেন, বিজয়ের ৪৭ বছরে এসে আজ গণতন্ত্র কারারুদ্ধ। দেশ একদিকে বিজয় দিবস পালন করছে। অন্যদিকে দেশে চলছে অত্যাচার, অনাচার, অন্যায়। অথচ দুই সপ্তাহ পর এই নির্বাচন হওয়ার কথা।

এসময় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(0)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।