fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বুধবার, ৮ই এপ্রিল, ২০২০; ২৫শে চৈত্র, ১৪২৬; ১৩ই শাবান, ১৪৪১
হোম রাজনীতি খালেদা জিয়ার দণ্ড মওকুফে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন
খালেদা জিয়ার দণ্ড মওকুফে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন

খালেদা জিয়ার দণ্ড মওকুফে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন

165
0

মুজিববর্ষে মানবিক কারণে খালেদা জিয়ার দণ্ড মওকুফের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

সকালে সুপ্রিমকোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ এ আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধান ও জাতিসংঘ মানবাধিকার সনদ অনুযায়ী একজন বয়স্ক ও অসুস্থ নারী হিসেবে খালেদা জিয়ার জামিন পাওয়ার অধিকার রয়েছে। আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০১০ সালে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় ২০ জনের দণ্ড মওকুফ করা হয়েছে। এসব বিবেচনা করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিলে দেশের মানবাধিকার পরিস্থিতির আরও উন্নতি হবে।

এসব যুক্তি তুলে ধরে সংবিধানের প্রস্তাবনা ১১, ৪৮(৩), ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী তিনি এ আবেদন করেছেন। আবেদনের কপিটি আইন সচিব, স্বরাষ্ট্র সচিব ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে।

(165)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।