fbpx
হোম বিনোদন কোরিওগ্রাফার হাবিব রহমানও নেন নি জাতীয় চলচ্চিত্র পুরস্কার
কোরিওগ্রাফার হাবিব রহমানও নেন নি জাতীয় চলচ্চিত্র পুরস্কার

কোরিওগ্রাফার হাবিব রহমানও নেন নি জাতীয় চলচ্চিত্র পুরস্কার

0

গত ৭ নভেম্বর তথ্য মন্ত্রণালয় থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মোট ২৮ ক্যাটাগরির নাম ঘোষিত হয়। কিন্তু হঠাতি সংবাদ সম্মেলন করে কোরিওগ্রাফার ও পরিচালক হাবিব রহমান তুলে ধরেন, তিনি ২০১৬ সালে নিয়তি ছবির জন্য কেন পুরস্কার নেন নি। এছাড়াও তিনি তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে একটি পোষ্ট দেন। সেটি চেঞ্জ টিভির পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো,

‘বিষয়: আমি মিথ্যা পুরস্কার নিবোনা এটাই ছিলো আমার অপরাধ এবং আমার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মূল রহস্য তুলে ধরলাম। আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবো এ খবরটা যখন আমার ডিপার্টমেন্টের বাকিরা জানতে পারেন, তাদের ভিতর অনেকেরই ঘুম হারাম হয়ে গিয়েছিল এবং অনেকেই অক্লান্ত পরিশ্রম করেছেন আমি যেন পুরষ্কারটা না পাই, আর তখন আমি যারা ঘুম হারাম করেছে তাদেরকে আরাম দিতে গিয়ে সাংবাদিক সম্মেলন করে পুরস্কারটি বয়কট করেছিলাম। তখন সবার মাঝে স্বস্তি ফিরে এসেছিলো কিন্তু হঠাৎ করেই যখন শুনতে পেল হাবিব পুরস্কার পাবে তবে বিকল্প তে, কারণ আমার নামটি ছিলো মুখ্যতেও এবং বিকল্পতেও। আপনারা হয়তোবা অবগত আছেন মুখ্য ও বিকল্প দুটি নাম দিয়ে প্রস্তাবনা জমা দেওয়া হয় সে ক্ষেত্রে যদি কোনো কারণে মুখ্য শিল্পী পুরস্কার গ্রহণ না করেন কিংবা পুরস্কার না পান তাহলে পুরস্কার দেওয়া হয় বিকল্প শিল্পী কে। সেই হিসাব অনুযায়ী আমারি পাওয়ার কথা ছিলো পুরস্কার যদি আমার চলচ্চিত্র পরিবার চাইতো, কিন্তু তা না করে উল্টো তথ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে নৃত্য পরিচালক এর সাবজেক্টাই অফ করে দেওয়া হলো, কিন্তু সেটাও আমাকে জানানো হয়নি এবং সাংবাদিক সম্মেলন করার পর কোনদিন আমাকে ঢেকে কিছু জিজ্ঞেস করাও হয়নি। সবকিছুই হয়েছে আমার অজান্তে, তাঁতেও দুঃখ নেই, তবু কোনদিন মিথ্যা পুরস্কার ও কোন প্রকার লবিং করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেবো না ইনশাআল্লাহ। আমি যখন আমার নেতাদেরকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার এটা এমন হলো কিভাবে? তখন উনারা উত্তর দিলেন উপর থেকে চাপ এসেছে, কিন্তু আমি মনে করি এটা মিথ্যা কথা, কারন যদি আমার চলচ্চিত্র পরিবার একটি চিঠির মাধ্যমে বলতেন হাবিবকে বিকল্প ধারায় পুরস্কারটি দেওয়া হোক তখন এই পুরস্কারটি কখনোই বাদ দিতে পারতেন না কেউ। যাক তাতে কষ্ট নেই যাদের ঘুম হারাম হয়েছিলো উনারা শান্তি পেয়েছে উনারা ভালো থাকুক দোয়া করি, আমি মনে করি এমন পুরস্কার নেওয়া আর হাত পেতে ভিক্ষা নেওয়া সমান কথা,
সবাই ভালো কাজের পাশে থাকবেন ধন্যবাদ।’

Like
Like Love Haha Wow Sad Angry
3

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *