fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শনিবার, ৩০শে মে, ২০২০; ১৬ই জ্যৈষ্ঠ, ১৪২৭; ৫ই শাওয়াল, ১৪৪১
হোম আন্তর্জাতিক কামাল-অমিতের বৈঠক
কামাল-অমিতের বৈঠক

কামাল-অমিতের বৈঠক

0

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার( ৭ আগস্ট) ভারতের রাজধানী নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়। রোহিঙ্গা সংকট সমাধানে ভারত সহযোগিতা করবে বলে বৈঠকে অমিত শাহ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান। এছাড়া জঙ্গিবাদ দমন নিয়ে কথা হয়। এক্ষেত্রে দুই দেশ একে অন্যকে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

অবৈধ অভিবাসন ইস্যু, সীমান্তে নিরাপত্তা এবং মাদক চোরাচালান বিষয়েও কথা বলেন দুই স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত বছর অক্টোবরে সবশেষ দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছিল।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।