fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শনিবার, ৬ই জুন, ২০২০; ২৩শে জ্যৈষ্ঠ, ১৪২৭; ১৩ই শাওয়াল, ১৪৪১
হোম অন্যান্য কল্যাণ পার্টির ইবরাহিম ও সাবেক জামায়াত নেতা মঞ্জুর মিশন কি এক ?
কল্যাণ পার্টির ইবরাহিম ও সাবেক জামায়াত নেতা মঞ্জুর মিশন কি এক ?

কল্যাণ পার্টির ইবরাহিম ও সাবেক জামায়াত নেতা মঞ্জুর মিশন কি এক ?

0

নিউজিল্যাণ্ডে মসজিদে হামলার পর বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম জাতীয় প্রেসক্লাবে একটি সংহতি সভা করেন। সেই সভার সহআয়োজক ছিলেন জামায়াতের বহিস্কৃত নেতা মজিবুর রহমান মঞ্জু । এ অনুষ্ঠানের রেশ ধরে সম্প্রতি খবর রটে, মঞ্জু’র জনআকাঙ্ক্ষার বাংলাদেশ, কল্যাণ পার্টিতে যোগ দিতে যাচ্ছে অথবা কল্যাণ পার্টি মঞ্জুর জনআকাঙ্ক্ষায় যুক্ত হচ্ছে ।

এ প্রসঙ্গে চেঞ্জ টিভি.প্রেসকে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, মঞ্জু’র জনআকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত হবার প্রশ্নই আসেনা। তবে, কেউ নতুন কোনো উদ্যোগ নিলে তাকে স্বাগত জানানো দোষের কিছু নয়। রাজনীতিতে শতফুল ফুটতে দেওয়াই বুদ্ধিমানের কাজ। কিন্তু ২০দলীয় জোটে থাকার পরও তিনি কেন জামায়াত কর্তৃক বৈরী ঘোষিত একটি সংগঠনের প্রতি সমর্থন যোগাচ্ছেন, এমন প্রশ্নের জবাবে সৈয়দ মুহাম্মদ বলেন, আমরা ২০দলীয় জোটে আছি, জামায়াতও আছে, জামায়াতের সঙ্গে কল্যাণ পার্টির সুসম্পর্ক আছে, কোনো বৈরিতা নেই

কল্যাণ পার্টিতে জামায়াতের নেতাকর্মীরা যুক্ত হচ্ছেন বলে অভিযোগ প্রসঙ্গে সাবেক ঊর্ধতন এই সামরিক কর্মকতা বলেন, আগে অন্য রাজনৈতিক দল করা যেকেউ কল্যাণ পার্টিতে যুক্ত হতে পারে, এটা দোষের নয়, যখন সে কল্যাণ পার্টিতে আসছে, তখন পার্টির আদর্শ মেনেই আসেছে। তাছাড়া, আমি তো কোনো দলের লোক ভাগিয়ে নিচ্ছিনা, স্বেচ্ছায় আসছে

Like
Like Love Haha Wow Sad Angry
4

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।