fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বুধবার, ৮ই এপ্রিল, ২০২০; ২৫শে চৈত্র, ১৪২৬; ১৩ই শাবান, ১৪৪১
হোম জাতীয় ‘করোনা পরীক্ষার নতুন ৩টি কেন্দ্র চালু’
‘করোনা পরীক্ষার নতুন ৩টি কেন্দ্র চালু’

‘করোনা পরীক্ষার নতুন ৩টি কেন্দ্র চালু’

10
0

চট্টগ্রামে একটিসহ করোনার পরীক্ষার জন্য নতুন আরো তিনটি কেন্দ্র চালু করেছে সরকার। এছাড়া বিভাগীয় পর্যায়ে আরও কয়েকটি প্রতিষ্ঠানে এটি সম্প্রসারণের কাজ চলছে।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বৃহস্পতিবার (২৬ মার্চ) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, জনস্বাস্থ্য প্রতিষ্ঠান ও ঢাকা শিশু হাসপাতালে করোনা শনাক্তের পরীক্ষা চালু করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-তে এই কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও বলেন, আগে আইইডিসিআর হাসপাতালে গিয়ে সন্দেহভাজন রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে আসত। এখন হাসপাতালের নমুনাগুলো হাসপাতাল থেকেই সংগ্রহ করে আইডিসিআরে পাঠানো হবে।

ঢাকা ও চট্টগ্রাম ছাড়া বাকি কেন্দ্রগুলো দ্রুত চালু করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে সেব্রিনা ফ্লোরা আরও বলেন, প্রতিটি এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হবে।

(10)

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।