fbpx
হোম জাতীয় করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু
করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু

করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৮ জন মারা গেছেন। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ১১১ জন। এছাড়া একই সময়ে করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৭২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩৭ হাজার ৬৬১ জন।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বরাবরের মতো করোনা থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।

উল্লেখ্য, চীনের উহান থেকে করোনাভাইরাস গত ছয় মাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। চীনে করোনার প্রভাব কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে। বাংলাদেশে করোনা সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

 

 

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *