fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শনিবার, ৭ই ডিসেম্বর, ২০১৯; ২৩শে অগ্রহায়ণ, ১৪২৬; ৮ই রবিউস-সানি, ১৪৪১
হোম বিনোদন এবার শাকিব খানের বাড়ি ভাঙ্গার সমালোচনা করলেন হিরো আলম

এবার শাকিব খানের বাড়ি ভাঙ্গার সমালোচনা করলেন হিরো আলম

55
0

শুধু চলচ্চিত্র অঙ্গনে নয় বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সকল শ্রেনীর দর্শকদের মাঝে সমানভাবে আলোচনার মাধ্যমে উঠে আসা একটি জনপ্রিয় নাম ‘হিরো আলম’ । একটা সময় বরাবরই তাকে নিয়ে নানা ঠাট্টা বিদ্রুপ করা হত। ওই সকল সমালোচনাকে পেছনে ফেলে আজ অন্য এক হিরো আলম নামে সবার কাছে পরিচিত।

ডিস ব্যবসায়ী থেকে হিরো আলম হওয়ার পরও এখনো অনেক সমালোচনা মাথায় নিয়ে পথ চলতে হয়। এফডিসিতে চেঞ্জ টিভির একান্ত সাক্ষাৎকারে তিনি সেসবের ব্যাখ্যা দেয়ার পাশাপাশি তুলে ধরেন নিজের দ্বিতীয় বিয়ের সত্যতা, শাকিব খানের বাড়ি ভাঙ্গা ও বহির্বিশ্বে তার জনপ্রিয়তা নিয়ে।

সাক্ষাৎকারের শুরুতেই নিজের প্রযোজিত নতুন ছবি ‘সাহসী হিরো আলম’ নিয়ে বিস্তর কথা বলার এক পর্যায়ে জবাব দেন শাকিব খানের বাড়ি ভাঙ্গা প্রসঙ্গে। তিনি সাকিব খানের বাড়ি ভাঙ্গার বিষয়টিতে অনেকটা সমবেদনা প্রকাশ করেই বলেন, এটার পেছনে হয় রাজনৈতিক বা অন্য কোন ষড়যন্ত্র থাকতে পারে। কিংবা টাকার লোভেও এই কাজ হতে পারে বলে মন্তব্য করেন তিনি। বাড়ির সব কাজ শেষ হওয়ার পর কেন এতদিন পর এমনটা করা হচ্ছে মন্তব্য করে সমালোচনাও করেন হিরো আলম।

হিরো আলম নিজের দ্বিতীয় বিয়েকে মিথ্যা সংবাদ বলে অবিহিত করেন। বলেন, কেউ কখনো প্রমান দিতে পারবেনা। কিছু ইউটিউবার তাদের ভিউ বাড়ানোর স্বার্থে এমন মিথ্যা সংবাদ ছড়ান বলে অভিযোগ করেন। মূলত তিনি দ্বিতীয় বিয়ে করেননি বলেও স্পষ্ট তুলে ধরেন।

বেশ কয়েক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে আজ বহির্বিশ্বেও ব্যাপক জনপ্রিয় এই হিরো আলম জানান, তার প্রতি ভালোবাসা ও দর্শকদের প্রতি তার আন্তরিকতার কারণেই মূলত এই জনপ্রিয়তা।
এছাড়াও তিনি সম্প্রতি ঘটে যাওয়া মিথিলা ও ফাইম প্রসঙ্গের বাইরেও নতুন দল গঠন, রাজনীতি ও হিরো আলমের বাইরে অন্য এক হিরো আলমের মানবিক দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরেন চেঞ্জ টিভির সাক্ষাৎকারে।

লিংক..

https://youtu.be/zB9r2A0B_ow

(55)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।