fbpx
হোম অন্যান্য ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে লাখো মানুষের ঢল
ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে লাখো মানুষের ঢল

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে লাখো মানুষের ঢল

0

চট্টগ্রামে জশনে জুলুসে লাখো মানুষের ঢল নেমেছে। শিশু কিশোরসহ নানা বয়সী মানুষে একাকার হয়ে আছে চট্টগ্রামের রাজপথ।

রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টায় নগরীর একাংশ হয়ে পড়ে স্থবির। সড়কের দুই পাশ, ফুটওভার ব্রিজ, বাসাবাড়ির ব্যালকনি ছাদে শুধু মানুষ আর মানুষ। মুরাদপুর থেকে কাজীর দেউরী জুলুশে আসা ভক্তদের ভীড়ে বন্ধ ছিল গণ পরিবহণ। যেদিকে চোখ যায় শুধু পাঞ্জাবী টুপি পরিহিত মুসল্লিদের চোখে পড়ে। তাদের মধ্যে ছিল উৎসবের আমেজ। মাইকে হামদ, নাত সহ বিভিন্ন ইসলামি সংগীত বাজিয়ে বাস, ট্রাক ভাড়া করে র‍্যালিতে অংশগ্রহণ করতে দেখা যায়।

ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল ৪৮তম জশনে জুলুস। লাখো মানুষের এ জুলুসে নেতৃত্ব দেন আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরিফের সাজ্জাদানশিন আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহের (মজিআ)।

 

গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার বলেন, জামেয়া আহমদিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ থেকে শুরু হয়ে জুলুসটি বিবিরহাট, মুরাদপুর, মির্জাপুল, কাতালগঞ্জ, চকবাজার, প্যারেড কর্নার, সিরাজউদ্দৌলা সড়ক, আন্দরকিল্লা, চেরাগি পাহাড়, প্রেসক্লাব, কাজীর দেউড়ি, আলমাস, ওয়াসা, জিইসি, মুরাদপুর হয়ে জামেয়া মাদ্রাসা মাঠে মিলিত হয়ে এইখানে এসে আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হবে।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *