fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শুক্রবার, ৫ই জুন, ২০২০; ২২শে জ্যৈষ্ঠ, ১৪২৭; ১২ই শাওয়াল, ১৪৪১
হোম অন্যান্য ইরানে শবে কদরের রাতে চিকিৎসকদের অন্যরকম ইবাদত!
ইরানে শবে কদরের রাতে চিকিৎসকদের অন্যরকম ইবাদত!

ইরানে শবে কদরের রাতে চিকিৎসকদের অন্যরকম ইবাদত!

0

পবিত্র রমজানের শবে কদরের রাতে ইরানের ইসফাহান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা ইবাদতকারীদের মধ্যে ফ্রি চিকিৎসা দিয়েছেন।

ইরানের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সংগঠন ‘আঞ্জুমানে ইসলামি দানেশজুয়ান’ এর আয়োজনে শবে কদর সালামাত নামের এই কর্মসূচি পালন করা হয়। এতে ইসফাহান বিশ্ববিদ্যালয়ের মসজিদে শবে কদরের রাতে আসা ইবাদতকারীদের বিভিন্ন ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।

ইসফাহান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংগঠনটির মুখপাত্র আলী নাসরুল্লাহী জানান, মানুষকে সেবা করাও একটি ইবাদত। তাই আমরা এই কর্মসূচির উদ্যোগ নিয়েছি। আমরা রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলো তথা শবে কদরের রাতগুলোতে ইসফাহানের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।

কর্মসুচির মধ্যে ছিল ফ্রি ডায়াবেটিকস পরীক্ষা, প্রেসার মেপে দেওয়া, প্রাথমিক চক্ষু পরীক্ষা, ওজন মেপে দেয়া, প্রাথমিক ডেন্টাল পরীক্ষা, গর্ভবতী মহিলাদের পরামর্শ প্রদান, ফিজিওথেরাপি ইত্যাদি চিকিৎসা প্রদান।

কার্যক্রমটি রাত ১১টা থেকে শুরু হয়ে সেহরির সময় পর্যন্ত অব্যাহত ছিল। গত তিন রাতে ১০০০ জনেরও বেশী মানুষ এই কর্মসূচির আওতায় চিকিৎসা সেবা নিয়েছেন।

কর্মসূচিকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়ে আঞ্জুমানে ইসলামি দানেশজুয়ান সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

Like
Like Love Haha Wow Sad Angry
15

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।