ইরানে ইমামকে গুলি করে হত্যা
ইরানের কাজারুন শহরে শুক্রবার (২৫ অক্টোবর) এক ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরনার অনলাইন প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
কাজারুনের গভর্নর মোহাম্মদ আলী বেখরাদ শুক্রবার সন্ধ্যায় ইরনাকে বলেন, শিরাজের নামাজি হাসপাতালের চিকিত্সক-কর্মীদের নিরলস প্রচেষ্টা সত্ত্বেও আঘাতের তীব্রতার কারণে জুম্মার নামাজের ইমাম মোহাম্মদ সাবাহি মারা গেছেন।
ইরনা জানিয়েছে, শুক্রবার নামাজের পর সন্ত্রাসীরা মোহাম্মদ সাবাহিকে গুলি করে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনির নেতৃত্বে ধর্মীয় কর্তৃপক্ষ জুম্মার নামাজের জন্য ইমাম নিয়োগ দেন। মোহাম্মদ সাবাহি তাদেরই একজন।
ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে সাবাহির মৃত্যুর সংবাদ নিয়ে ইরানের স্থানীয় মিডিয়াগুলো ভিন্ন রকমের খবর প্রকাশ করে। প্রথমদিকে সাবাহির মৃত্যুর খবর প্রকাশ করলেও পরবর্তী সময়ে বলা হয় সশস্ত্র হামলার কারণে তার অবস্থা গুরুতর। সেইসঙ্গে জানানো হয়েছে হামলাকারী আত্মহত্যা করেছেন। তবে ইরনার প্রতিবেদনে শেষমেশ জানানো হলো, সাবাহি হাসপাতালে মারা গেছেন।
তবে কারা এই হামলা চালিয়েছে এবং ঠিক কী কারণে ইমামকে হত্যা করলো তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।
ইত্তেফাক