fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শনিবার, ৩০শে মে, ২০২০; ১৬ই জ্যৈষ্ঠ, ১৪২৭; ৫ই শাওয়াল, ১৪৪১
হোম সংবাদ ২৪ ঘন্টা ইন্দোনেশিয়ায় স্বর্ণখনিতে ব্যাপক হতাহত
ইন্দোনেশিয়ায় স্বর্ণখনিতে ব্যাপক হতাহত

ইন্দোনেশিয়ায় স্বর্ণখনিতে ব্যাপক হতাহত

0

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের বোলাং মোঙ্গোন্দো এলাকায় একটি অবৈধ স্বর্ণখনিতে ভূমিধসে অন্তত ৬০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করা গেছে এবং অন্তত ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

একজন মুখপাত্র জানিয়েছেন, ‘অস্থিতিশীল ভূমি এবং খনিতে অসংখ্য খাদ’ থাকার কারণে খনির নীচের কয়েকটি খুঁটি বিধ্বস্ত হলে এই দুর্ঘটনা ঘটে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ বিষয়ক সংস্থা তাদের এক বিবৃতিতে বলেছে, “অনুমান করা হচ্ছে মাটি আর পাথরের নীচে ৬০ জনের মত মানুষ চাপা পড়তে পারে।”

ইন্দোনেশিয়ায় ছোট পরিসরে স্বর্ণের খনির কাজ করা নিষিদ্ধ হলেও গ্রামের বিভিন্ন জায়গায় ব্যাপক পরিমানে এ ধরণের খনির প্রচলন রয়েছে।

সঠিক ব্যবস্থাপনার অভাব এবং সুষ্ঠু নজরদারি না থাকায় এসব খনিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।

স্থানীয়ভাবে যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়াতেই মানুষ জীবিকা নির্বাহের জন্য এধরণের অবৈধ মাধ্যমে কাজ করতে বাধ্য হন বলে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছে ইন্দোনেশিয়ার বিভিন্ন সংস্থা। খবর বিবিসির।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।