fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

রবিবার, ৭ই জুন, ২০২০; ২৪শে জ্যৈষ্ঠ, ১৪২৭; ১৩ই শাওয়াল, ১৪৪১
হোম সংবাদ ২৪ ঘন্টা আড়াই ঘন্টায় তিন ভোট!
আড়াই ঘন্টায় তিন ভোট!

আড়াই ঘন্টায় তিন ভোট!

0

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন ও দুই সিটির সম্প্রসারিত ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনে চলছে ভোট গ্রহণ। বৃহস্পতিবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হলেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিলো খুবই কম।

মিরপুরের কাজীপাড়ার হাজী ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ শুরুর পর থেকে প্রথম আড়াই ঘণ্টায় মাত্র তিনটি ভোট পড়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

ওই কেন্দ্রের পোলিং এজেন্ট মোজাম্মেল হক বলেন, ‘সকাল ৮টা থেকে সাড়ে ১০টার ভেতরে মাত্র তিনজন ভোটার ভোট দিয়েছেন। সকাল পৌনে ৯টার দিকে একজন, ১৫ মিনিট পরে একজন আর তার ত্রিশ মিনিট পরে একজন ভোটার ভোট দিয়েছেন।’

ভোটকেন্দ্রে দায়িত্বরত বিমানবন্দর থানার উপপরিদর্শক আলিমুল বলেন, ‘এখানে শুধু মেয়র পদে ভোট হওয়ায় ভোটার নেই। মাত্র তিনজন ভোট দিয়েছেন এখন পর্যন্ত। কাউন্সিলর পদে ভোট হলে আরো কিছু ভোট বাড়ত বলে মনে হয়।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।