fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শুক্রবার, ২৯শে মে, ২০২০; ১৫ই জ্যৈষ্ঠ, ১৪২৭; ৫ই শাওয়াল, ১৪৪১
হোম গণমাধ্যম আড়ং এর পক্ষে প্রথম আলো’র সাফাই !
আড়ং এর পক্ষে প্রথম আলো’র সাফাই !

আড়ং এর পক্ষে প্রথম আলো’র সাফাই !

0

আড়ংকে সাড়ে চার লাখ টাকা জরিমানার পর প্রতিষ্ঠানটির ইমেজ উদ্ধারে দেশের প্রথম সারির পত্রিকা প্রথম আলো জোরালো ভূমিকা নিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ফেসবুক ব্যবহারকারীরা, এর পেছনে প্রথম আলো’র আড়ং থেকে বিজ্ঞাপন প্রাপ্তির স্বার্থকে মূল কারণ হিসেবে দেখছে ।

আড়ংকে জরিমানার পর ফেসবুকে একটি বুস্টিং পোস্ট ঘুরে ফিরেই অসংখ্য ফেসবুক ব্যবহারকারী নিউজ ফিডে চলে আসে। এতে দেখা যায়, প্রথম আলো’তে ২০১৮ সালের ২৬ শে অক্টোবর আড়ংকে নিয়ে প্রকাশিত একটি রিপোর্ট।

রিপোর্টের ইন্ট্রোতে লেখা আছে: ‘দেশে দারিদ্র্য বিমোচন ও নারীর কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে চার দশক আগে যাত্রা শুরু করে আড়ং। ঐতিহ্য, নান্দনিকতা ও আধুনিক ব্যবসা-কৌশলের সঙ্গে মানুষের জীবনমানের উন্নয়নের দর্শন আড়ংকে পরিণত করেছে একটি অনন্য ব্র্যান্ডে, যেটি বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠান। আড়ংয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে এর পণ্য উৎপাদন প্রক্রিয়া, উৎপাদনকারীদের ন্যায্যমূল্য দেওয়া, প্রতিষ্ঠানের মালিকানা, মুনাফা, ব্যবসার ক্ষেত্রে সমস্যা ইত্যাদি নানা বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক তামারা হাসান আবেদ।’

স্ট্যাটাসটির কমেন্ট বক্সে আড়ংয়ের অসততার বিরুদ্ধে শত শত কমেন্ট পরে। এতে অধিকাংশ পাঠক মত দেন যে, ‘আড়ংয়ের ইমেজ উদ্ধারে প্রথম আলো এখন আটঘাট বেধে নেমেছে।’

আড়ংয়ের উত্তরা শাখা থেকে গত ২৫ মে ৭৩০ টাকায় একটি পাঞ্জাবি কেনেন এক ক্রেতা। ৩১ মে আবার একই পাঞ্জাবি কিনতে গিয়ে দেখেন দাম লেখা ১ হাজার ৩০৭ টাকা। পাঁচ দিনের ব্যবধানে একই পাঞ্জাবির দাম বেড়েছে ৫৭৭ টাকা। তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অভিযোগ করেন। পরে, আড়ংয়ের এই শাখাকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি শাখাটিও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে আড়ং কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করায় পৌনে আট ঘণ্টা পর শাখাটি খুলে দেওয়া হয়।

Like
Like Love Haha Wow Sad Angry
1
tags:

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।