fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শুক্রবার, ২৯শে মে, ২০২০; ১৫ই জ্যৈষ্ঠ, ১৪২৭; ৫ই শাওয়াল, ১৪৪১
হোম আন্তর্জাতিক আলেমদের তোপের মুখে ইমরান খান
আলেমদের তোপের মুখে ইমরান খান

আলেমদের তোপের মুখে ইমরান খান

0

পাকিস্তানে আলেম ও সাধারণ জনতার তোপের মুখে পড়েছে প্রেসিডেন্ট ইমরান খান। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইসলামের প্রথম দুই যুদ্ধ বদর ও ওহুদ যুদ্ধের বিশ্লেষণ করতে গিয়ে রাসুল সা. ও সাহাবাদের বিষয়ে একটি ভুল তথ্য উপস্থাপন করায় দেশব্যাপী সমালোচিত হচ্ছেন তিনি।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে কথা প্রসঙ্গে ইমরান খান বলেন, বদরযুদ্ধে রাসূলের সা. সঙ্গে মাত্র ৩১৩ জন সাহাবী অংশ নেন। অন্য সাহাবীরা ভয়ে এ যুদ্ধে অংশ নেননি। ওহুদ যুদ্ধ নিয়ে বলেন, ওহুদ যুদ্ধে সাহাবারা রাসূলের সা.আদেশ সত্বেও পাহারার স্থান থেকে সরে যান। এ কারণে ওহুদ যুদ্ধে বিপর্যয় নেমে এসেছিল।

ইমরানের এ বক্তব্যে দেশটির শীর্ষ আলেমরা ইমরানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। রাসূল সা. ও সাহাবাদের নিয়ে ভুল বক্তব্য দেওয়ায় সোশ্যাল মিডিয়ায়ও ট্রলের স্বীকার হচ্ছেন তিনি।

পাকিস্তানের ইসলামিক স্কলার মুফতি মুহাম্মদ তাকি উসমানি তার এক টুইটে ইমরান খানের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে লেখেন, ওহুদ যুদ্ধে তীরন্দাজ বাহিনীর টিলার দিক থেকে সরে যাওয়া ছিল একটি এজতেহাদী ভুল। এই ভুলের জন্যে তাদেরকে নাফরমান বলা এবং তাদের শানে লুটতরাজের শব্দ ব্যবহার করা চরম বেআদবী।

৩১৩ জন সাহাবী ছাড়া অন্যরা ভয়ে এ যুদ্ধে অংশ নেননি ইমরানের এ বক্তব্যকে চরম মুর্খতা বলেছেন পাকিস্তানের শীর্ষ এ আলেম। তিনি বলেন, বদর যুদ্ধে সাহাবায়ে কেরাম ৩১৩ জন ছাড়া সবাই ভয় পেয়ে গিয়েছিলেন, প্রধানমন্ত্রীর এহেন বক্তব্য চরম মুর্খতা।

মুফতি তাকি উসমানি আরও লেখেন, বরং প্রকৃত ঘটনা হল, হযরত কাব রা. বলেন, বদর যুদ্ধের সিদ্ধান্ত এত দ্রুততার সাথে হয়েছে যে, অনেক সাহাবী যুদ্ধের কথা জানতেই পারেন নি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।