fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০১৯; ২২শে অগ্রহায়ণ, ১৪২৬; ৮ই রবিউস-সানি, ১৪৪১
হোম রাজনীতি আপনাকে দেখে আমার মায়ের কথা মনে হচ্ছে: প্রধানমন্ত্রীকে বললেন ভিপি নুর
আপনাকে দেখে আমার মায়ের কথা মনে হচ্ছে: প্রধানমন্ত্রীকে বললেন ভিপি নুর

আপনাকে দেখে আমার মায়ের কথা মনে হচ্ছে: প্রধানমন্ত্রীকে বললেন ভিপি নুর

64
0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ীরা গণভবনে গিয়েছিলেন আজ শনিবার বিকেলে।

প্রধানমন্ত্রীর সাথে জীবনে এই প্রথম সাক্ষাত হলো নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরের। সে সময় নুরুল হক প্রধানমন্ত্রীর মাঝে নিজের মরহুম মায়ের প্রতিচ্ছবি পেয়েছেন বলে মন্তব্য করেন। বিকেল সাড়ে ৫টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে দেয়া এক বক্তব্যে  তিনি প্রধানমন্ত্রীর সামনে একথা বলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকের প্রথম দিকে বক্তব্য দেন হল সংসদের নবনির্বাচিত জিএসরা। এরপর পর্যায়ক্রমে ভিপি নুরুল হক নুর বক্তব্য দেন বিকেল সাড়ে ৫টার দিকে। বক্তব্য দিতে গিয়ে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি।

এ সময় নুর বলেন, ‘ছোটবেলায় আমি মাকে হারিয়েছি। আপনাকে (শেখ হাসিনা) দেখে আমার মৃত মায়ের কথা মনে হচ্ছে। আপনার মাঝে আমি আমার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাই।’

প্রধানমন্ত্রী নুরকে তার পাশে বসান। বসার পূর্বে তিনি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পা ছুঁয়ে সালাম করেন। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শনিবার বিকেল সোয়া ৩টার দিকে গণভবনে যান ভিপি নুরুল হক নুর ও জিএস গোলাম রাব্বানীর নেতৃত্বে ডাকসুর নবনির্বাচিতরা। সেখানে বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাদের বৈঠক শুরু হয়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ভিপি নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন উবারে; আর বাকী নবনির্বাচিত প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে গণভবনের উদ্দেশে রওনা হন।

দীর্ঘ ২৮ বছর ৯মাস পর গত ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলে ভিপি এবং সমাজসেবা সম্পাদক ছাড়া বাকি ২৩টি পদে বিজয়ী হয় ছাত্রলীগ। ব্যাপক কারচুপির অভিযোগ তুলে এ নির্বাচন বর্জন করে ছাত্রলীগ ছাড়া বাকি সব প্যানেল। ইতোমধ্যে তারা পুনর্নির্বাচন দাবি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটামও দিয়েছে।

(64)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।