
আন্দোলকারীদের দখলে রাবির সব হল, পালালো ছাত্রলীগ
মোটরসাইকেলে আগুন ও ২টি রামদা উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এ ছাড়াও ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের কক্ষসহ আনুমানিক ১০টি কক্ষ ভাঙচুর করেছে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস থেকে পালিয়ে যান বলে জানা গেছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ঢুকে তারা ব্যাপক ভাঙচুর চালান। এ সময় হলের ভেতরে থাকা অন্তত ১০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এসময় সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিবে রুম থেকে ২টি রামদা উদ্ধার করেছে কোটা আন্দোলকারীরা।
ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেলে আগুন দিলো কোটা আন্দোলকারীরা
এই বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, আন্দোলোনকারীরা বঙ্গবন্ধু হলের নিচ তলায় আগুন দিয়েছে। আমার আগুন নেভানোর কাজ করছি।
জানা যায়, ঢাকা, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশি হামলার অভিযোগে পূর্বনির্ধারিত কর্মসূচি হিসেবে বিকেল ৩ টায় নগরীর বিনোদপুর থেকে লাঠি ও ইট নিয়ে প্রধান ফটক ভেঙ্গে ক্যাম্পাসে প্রবেশ করে। মিছিলটি ছাত্রলীগের তালা দেওয়া সকল হলে গিয়ে শিক্ষার্থীদের বাহির করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের সকল মোটরসাইকেল পুরিয়ে দেয়।
ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেলে আগুন দিলো কোটা আন্দোলকারীরা
এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন এসে শিক্ষার্থীদের অনুরোধ করলে তারা হল ছেড়ে প্যারিস রোডে অবস্থান নেয় এবং পুনরায় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
ইত্তেফাক