fbpx
হোম অন্যান্য আজ মীরসরাই ট্র্যাজেডির ৮ বছর…
আজ মীরসরাই ট্র্যাজেডির ৮ বছর…

আজ মীরসরাই ট্র্যাজেডির ৮ বছর…

0

আজও ৪৫ ছাত্রের স্বজনদের আহাজারীতে আকাশ-বাতাস ভারী হয়ে যায়। কেঁদে কেঁদে চোখের কোনে আর জল আসেনা অকালে ঝরে যাওয়া স্নেহভরা সকল সন্তানহারা স্বজনদের। গভীর রজনীতে ভেসে আসে সন্তানের মুখ। সন্তানহারা স্বজনদের সান্তনা হয়ত ছবির ফ্রেম। মাঝে মাঝে নিরব হয়ে কাটিয়ে দেয় শোকের স্মৃতিচারণ করে। সে যেন এক অগভীর বেদনা আর হাহাকারের প্রতিচ্ছবি।

২০১১ সালের ১১ জুলাই মীরসরাইয়ে ঘটে এমন হৃদয় বিদারক ট্রাজেডি। যে দুর্ঘটনা কেড়ে নেয় ৪৫টি টগবগে তাজা প্রাণ। নিহতদের বাড়িগুলোতে সে সময় এক হৃদয় বিদায়ক দৃশ্যের সৃষ্টি হয়। মায়ামাখা চাঁদমুখগুলোর স্মৃতি যেন কিছুতেই কেউ ভুলতে পারছেন না। পরিবারদের সান্তনা দিতে সরকার প্রধান,বিরোধীদলীয় নেতাসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছুটে যান চট্রগ্রামের মিরসরাইয়ে।

আজ সেই ১১ জুলাই মীরসরাই ট্র্যাজেডির ৮ বছর পূর্তি। বড় কষ্টের এই সময় আজ স্বজনদের মৃত্যুবার্ষিকী পালন করতে হচ্ছে। ৪৫জন ছাত্রের সহপাঠীরা আজ আর তাদের সাথে একসাথে পথ চলতে পারবেনা।

১১ জুলাই ২০১১, সোমবার। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা শেষে একটি মিনি ট্রাকে করে বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড় ও সমর্থকরা আবুতোরাব এলাকার সড়ক হয়ে যাচ্ছিল। আসার পথেই পাশের একটি অগভীর খাদে পড়ে যায় ট্রাকটি। মুহুর্তেই শেষ হয়ে যায় ৪৫ জন ছাত্রের জীবন। যে ৪৫ জনের প্রাণের বিনিময়ে রচিত হয় মিরসরাই ট্র্যাজেডী।

চেঞ্জ টিভি পরিবার নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *