fbpx
হোম প্রবাস অপরাধ ঠেকাতে দুবাইয়ে পুলিশের জনসচেতনতামূলক সভা
অপরাধ ঠেকাতে দুবাইয়ে পুলিশের জনসচেতনতামূলক সভা

অপরাধ ঠেকাতে দুবাইয়ে পুলিশের জনসচেতনতামূলক সভা

0

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের মধ্যে তিনটি দেশের নাগরিক অধিকতর অপরাধপ্রবণ উল্লেখ করে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে আহ্বান জানিয়েছে দুবাই পুলিশ।

শনিবার দুবাই পুলিশের আয়োজনে এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের সহযোগিতায় পুলিশ অফিসার্স ক্লাব মিলানায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রবাসীদের নানা অনিয়ম ও অপরাধের কথা তুলে ধরে সেগুলো সমাধানের উপর আলোকপাত করেন দুবাই পুলিশের কর্মকর্তারা।

তারা বলেন, ‌আরব আমিরাতে বিশ্বের ২ শতাধিক দেশের মানুষ বসবাস করছে। এর মধ্যে তুলনামূলকভাবে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের প্রবাসীদের অপরাধ প্রবণতা বেশি। অনেকে স্থানীয় আইনকানুন না জানায় তাদের ছোট ছোট অপরাধগুলো একসময় বৃহদাকার ধারণ করে। ফলে দিন দিন তাদের অপরাধের রেকর্ড বৃদ্ধি পাচ্ছে।

দুবাই পুলিশের কর্মকর্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সতর্ক হতে হবে। কারণ সামাজিক যোগাযোগমাধ্যমকে পুঁজি করে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বর্তমানে এক শ্রেণির প্রতারক চক্র নিরীহ প্রবাসীদের হয়রানি করছে।

এ ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে পুলিশ কর্মকর্তারা জানান, প্রতারকদের কর্মকাণ্ড খুব সুক্ষ্ম ভাবেই নজরে রেখেছে দুবাই সাইবার পুলিশ। কেউ প্রতারণার শিকার হলে সঙ্গে সঙ্গে দুবাই স্মার্ট পুলিশের সহায়তা নেওয়ারও পরামর্শ দেন আয়োজকরা।

এ সময় দুবাই পুলিশ, ট্রাফিক পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগের প্রধান ও দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খানসহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *